স্ট্রোকে মৃত্য়ু? আমহার্স্টস্ট্রিট কাণ্ডে ময়নাতদন্তে রিপোর্টে চাঞ্চল্য়কর তথ্য! PM report in Death case at Amherst Street police station


মৈত্রেয়ী ভট্টাচার্য: আমহার্স্টট কাণ্ডে মৃতের ময়নাতদন্ত শেষ। প্রাথমিক রিপোর্টে উল্লেখ, ‘শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। মস্তিষ্কের ভিতরে রক্তক্ষরণের চিহ্ন পাওয়া গিয়েছে’। চিকিৎসকদের অনুমান, ‘স্ট্রোকের কারণে রক্তক্ষরণ হয়ে থাকতে পারে। শুধু তাই নয়, ‘দেহের নমুনা সংগ্রহ করা হয়েছে’। সূত্রের খবর তেমনই।

আরও পড়ুন:  Manik Bhattacharya: নিয়োগ দুর্নীতি মামলায় মানিকের জামিনের আবেদন খারিজ হাইকোর্টে…

ঘটনাটি ঠিক কী? মৃতের নাম  অশোককুমার সিংহ। কলুটোলা লেনে একটি পান-বিড়ির দোকান চালাতেন তিনি।  পরিবারের লোকেদের দাবি, গতকাল বুধবার মোবাইল চুরির অভিযোগে আমহার্স্ট স্ট্রিট থানায় ডেকে পাঠানো হয় অশোককে। এর কিছুক্ষণ পরে থানা থেকে উদ্ধার তাঁর মৃতদেহ! কীভাবে? কলেজ স্ট্রিটে রাস্তা অবরোধ করে পুলিসে বিরুদ্ধে বিক্ষোভ দেখান মৃতের পরিবার ও বিজেপি নেতা-কর্মীরা। 

আরও পড়ুন: Reels Accident: রিলস বানাতে গিয়ে চারতলা থেকে পড়ে গেলেন তরুণী! তারপর…

পুলিস সূ্ত্রে দাবি, ২৭ জুলাই শ্যামপুকুর থানায় মোবাইল চুরির অভিযোগ ওঠে। সেই অভিযোগের প্রেক্ষিতেই অশোককে স্থানীয় থানায় ফোন জমা দিতে বলা হয়। থানার সিসিটিভি অনুযায়ী ৫.৪৩ মিনিটে থানায় ঢোকেন তিনি। এরপর বেরিয়ে গিয়ে যখন ফের থানায় ঢোকেন, তখন ঘড়িতে ৬টা বেজে ৫ মিনিট। সন্ধে ৬.০৯-এ থানায় জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ বোধ অশোক। ৬.১১ মিনিটে হাসপাতালে নিয়ে নিয়ে গেলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার তদন্তভার নিয়েছে কলকাতা পুলিসের হোমিসাইড শাখা।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *