Chandannagar Jagadhatri Puja : জগদ্ধাত্রী বন্দনায় সেজে উঠছে চন্দননগর, কোন পুজোয় কী থিম? – jagadhatri puja 2023 top 10 theme of chandannagar


দুর্গাপুজো, কালীপুজোর পর ভাইফোঁটাও হয়ে গেল। এবার সামনে জগদ্ধাত্রী পুজো। আর জগদ্ধাত্রী পুজো মানে প্রথমেই যে জায়গার কথা বেশিরভাগ মানুষের মাথায় আসে, তা হল হুগলির চন্দননগর। ঐতিত্যের পাশাপাশি থিমের ছোঁয়াও দেখা যায় চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয়। আর সেই সমস্ত থিম মন জিতে নেয় দর্শনার্থীদের। এবারেও তার ব্যতিক্রম নেই। এবারও ঐতিহ্যের সঙ্গে থিমের মেলবন্ধন দেখা যাবে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয়। চলুন জেনে নেওয়া যাক চন্দননগরের কিছু বড় পুজোর এবারের থিম তথা ভাবনা। জগদ্ধাত্রী অনলাইন নামে একটি ফেসবুক পেজের পোস্ট অনুযায়ী –

মহাডাঙা মেইন রোড বালক সংঘ – ৪৪তম বর্ষে এই কমিটির নিবেদন ‘লালসার জ্বালে গুপ্তধনের সন্ধানে’।
বোড় কালীতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি – ‘ধামসা তালে মাতবে নগর, সাজছে তাই রানির বাড়ি, ২৩ রাতেও সাজবে রানি, চড়বে যখন আলোর গাড়ি’।
গঞ্জ শীতলাতলা – ৪৯ বছরে এই কমিটির নিবেদন ‘৫০ অপেক্ষায়’।
গোন্দলপাড়া কাছারিঘাট জগদ্ধাত্রী পূজা কমিটি – ৪৩তম বর্ষে এই কমিটির ভাবনা ‘অদিবাসীদের জয়যাত্রা’।
১৫ পল্লী জগদ্ধাত্রী পূজা কমিটি – এবারে এই কমিটির পুজোয় ফুটে উঠবে ‘বিশ্বরূপ উমা’।
কলুপুকুর সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি – ৪৭তম বর্ষে কলুপুকুরের থিম ‘কুরুক্ষেত্রের রথ’।
কপালীপাড়া সাহেববাগান সর্বজনীন – এই বছর কমিটি ৫৮তম বর্ষে পদার্পণ করছে। এবার তাদের ভাবনা ‘আলোকবর্তিকা’।
গোন্দলপাড়া মনসাতলা জগদ্ধাত্রী পূজা কমিটি – ৮২তম বর্ষে গোন্দলপাড়ার নিবেদন ‘ইচ্ছাডানা’।
সুভাষপল্লী সর্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটি – সুভাষপল্লী এবার ৫৫তম বর্ষে পদার্পণ করছে। এবার তাদের থিম ‘ভক্তিতেই মুক্তি’।
কলুপুকুরধার সর্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটি – এই বছর কমিটির ভাবনা ‘প্রবাহ’।
হালদার পাড়া আদি সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি – এই বছর হালদারপাড়ার থিম ‘মাটির ঘরে মা’।

Jagadhatri Puja 2023 : জগদ্ধাত্রী আরাধনায় চন্দননগরে প্রস্তুতি কেমন? দেখুন প্রাক পুজো পরিক্রমার ভিডিয়ো
সোশ্যাল মিডিয়া চলছে লাগাতার পোস্ট
প্রসঙ্গত, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতির ছবি ও ভিডিয়ো শেয়ার হতে শুরু করেছে। কেউ শেয়ার করছেন মণ্ডপের নির্মাণে ছবি, তো কেউ আবার পোস্ট করছেন প্রতিমায় রং করার কোনও এক মুহূর্ত। আবার কোথাও পুজোর আগের আলপনার ছবিও পোস্ট করা হচ্ছে সামাজিক মাধ্যমে। যাকে বলে চন্দননগরের প্রাক পুজোর প্রস্তুতি কেমন, সেটাই তুলে ধরা হচ্ছে মানুষের সামনে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *