India Pakistan News: করাচি থেকে সোজা শিলিগুড়ি, বৈধ নথি না থাকায় গ্রেফতার পাকিস্তানি মা ছেলে – pakistani woman and a teenager boy arrested from siliguri


কয়েক মাস আগে পাকিস্তানি তরুণী সীমা হায়দার যে পথে ভারতে প্রবেশ করেছিলেন, সেই একইপথে এদেশে ঢুকলেন পাকিস্তানি মা-ছেলে। কিন্তু শেষ রক্ষা হল না। বৈধ নথি ছাড়াই অবৈধ পথে ভারতে ঢোকার দায়ে গ্রেফতার হলেন পাকিস্তানের নাগরিক মা এবং ছেলে। ভারত নেপাল সীমান্তে ওই পাকিস্তানী মহিলা ও এক কিশোরকে গ্রেফতার করে এসএসবি অর্থাৎ সশস্ত্র সীমা বল।

জানা গিয়েছে, অবৈধভাবে ভারতে প্রবেশের আগে এস‌এসবি ৪১নং ব্যাটেলিয়ানের জ‌ওয়ানদের হাতে আটক হন পাকিস্তানি মহিলা ও এক কিশোর। বুধবার শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি ব্লকের পানিট্যাঙ্কি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মহিলার নাম শায়িস্তা হানিফ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করার পর খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এস‌এসবি অর্থাৎ সশস্ত্র সীমা বল।।

জানা গিয়েছে, নেপালের ভিসা থাকার পর কেন ছেলেকে নিয়ে ভারতে প্রবেশ করল পাকিস্তানি মহিলা সেই উত্তরের সন্ধানে পুলিশ। ধৃত মহিলার কাছ থেকে পাওয়া নথি খতিয়ে দেখা হচ্ছে। সেই নথি অনুযায়ী জানা গিয়েছে ধৃত ওই মহিলার বয়স ৬২ বছর। তাঁর সঙ্গে থাকা কিশোরের বয়স মাত্র ১১। ওই মহিলা কিশোরটিকে তাঁর ছেলে বলে দাবি করেছেন। নথি অনুযায়ী তাঁর নাম আরিয়ান মহম্মদ হানিফ। তাঁরা করাচির বাসিন্দা।

ধৃত মহিলাকে এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। পাশাপাশি কিশোরকে দার্জিলিং জুভেনাইল কোর্টে পাঠানো হয়।‌ ধৃত মহিলা দাবি করেছেন তিনি আসলে অসমের বাসিন্দা । অসম থেকে কাজের সূত্রে মুম্বইয়ে গিয়ে পাকিস্তানি পুরুষের সঙ্গে সখ্যতা ও পরিচয়। পরে সেই প্রেমিককে বিয়ে করে পাকিস্তানে যান মহিলা। পরে কাজের সূত্রে সৌদি আরব যান মহিলা ও তার স্বামী। ভারতের ভিসা না পেয়ে নেপালের ঘোরার ভিসা তৈরি করে ভারতে প্রবেশ করেন। এরপরই গ্রেফতার হন মহিলা।

ধৃতদের কী অভিসন্ধি ছিল তা খুঁটিয়ে দেখছে গোয়েন্দারা। তাদের কাছ থেকে মিলেছে, ১৬ হাজার ৩৫০ ভারতীয় টাকা, ৬ ইউরো, ১০ হাজার নেপালি টাকা, ১৬৬টি রিয়াল, দু’টি মোবাইল, দু’টি সিম কার্ড, দু’টি পেনড্রাইভ, একটি মেমোরি কার্ড এবং ৫ নভেম্বর থেকে লাগু নেপাল সরকারের পর্যটক ভিসা। এছাড়াও ছিল তাদের পাকিস্তানি পাসপোর্ট।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *