Jyotipriya Mallick Health: আনফিট মন্ত্রী! সশরীরে আদালতে হাজির করানো হচ্ছে না জ্যোতিপ্রিয়কে – jyotipriya mallick is not able to present court today as he declared unfit by jail doctor


রেশন দুর্নীতি মামলায় গ্রেফতারির পর থেকেই অসুস্থতার কথা বলে আসছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এবার প্রেসিডেন্সি সংশোধনাগার সূত্রে জানা গেল, আনফিট বর্তমান বনমন্ত্রী। তিনি অসুস্থ। জেল চিকিৎসক তাঁকে আনফিট সার্টিফিকেট দিয়েছেন। ফলে বৃহস্পতিবার তাঁকে সশরীরে হাজিরা দেওয়ানো হচ্ছে না। সম্ভবত ভার্চুয়ালি আদালতে পেশ করা হতে পারে তাঁকে। ইতিমধ্যেই এ ব্যাপারে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট তৈরি করছে জেল কর্তৃপক্ষ।

রেশন দুর্নীতি মামলায় এদিনই চারদিনের জেল হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের। তাই ইডির স্পেশাল কোর্টে পেশ করার কথা ছিল রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রীকে। কিন্তু, তিনি সম্পূর্ণ সুস্থ না হওয়ায় তা সম্ভবপর হচ্ছে না। যতবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন ধৃত মন্ত্রী বার বার নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন। কখনও তিনি দাবি করেছেন তাঁর বাম হাত ও পা প্যারালিসিস হয়ে যাচ্ছে। শেষ দিন ইডি হেফাজত থেকে কম্যান্ড হাসপাতালে যাওয়ার পথে তিনি বলেন, ‘মনে হচ্ছে আর বাঁচব না। এবার মরে যাব। ভীষণ শরীর খারাপ। আমি ভালো নেই।’

জেল সূত্রে খবর, গত তিনদিনে বিভিন্ন সময় বিভিন্ন অনুযোগ করেছেন রেশন দুর্নীতিতে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী। জেলের সেলের ব্যবস্থা দেখে তিনি সেখানে থাকতে চাইছিলেন না বলে অসন্তোষ প্রকাশ করেন। সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে মন্ত্রী বলেন, তাঁর হাত ও পায়ে খুব ব্যথা হচ্ছে। সেই কথা শোনার পরে তড়িঘড়ি জেলের চিকিৎসক গিয়ে তাঁকে পরীক্ষা করেন। তারপরই তাঁকে আনফিট বলে জানান জেল চিকিৎসক। সেই সংক্রান্ত রিপোর্টও দেন তিনি।

Jyotipriya Mallick Latest News : জ্যোতিপ্রিয়র আবদারের লম্বা ফিরিস্তি, ‘SSKM’ নাম জপ! নাজেহাল জেল কর্তৃপক্ষ
উল্লেখ্য, সুগার ও কিডনি সমস্যার মতো কিছু ক্রনিক ডিজিজ রয়েছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। সেই নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। গ্রেফতারির পর আদালত কক্ষে ইডি হেফাজতের নির্দেশ শুনে জ্ঞান হারান রেশন দুর্নীতিতে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী। আদালতের নির্দেশে তাঁকে পাঠানো হয় হাসপাতালে। চিকিৎসকের সার্টিফিকেট মতো তাঁকে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হলে হেফাজতে নেয় ইডি। সেসময়ই তিনি বার বার তাঁর শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে আসছিলেন। কিন্তু, কম্যান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর তাঁকে ফিট সার্টিফিকেট দেন চিকিৎসকেরা। যদিও তাঁর আইনজীবীদের দাবি, ইডি হেফাজতেই শারীরিক অবস্থার অবনতি হয়েছে বর্তমান বনমন্ত্রী ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *