Kolkata Police Wish Mohammed Shami And Virat Kohli For Their Performance In Semi Final


সাত সাতটি উইকেট পকেটে! ‘শিকারি’ সামি এই মুহূর্তে শুভেচ্ছাবন্যায় ভাসছেন। তাঁকে শুভেচ্ছা জানিয়েছে কলকাতা পুলিশও। ক্রিকেট বিশ্বকাপ বেশ সামনে থেকেই প্রত্যক্ষ করছে কলকাতা পুলিশ, তা একাধিক পোস্টেই স্পষ্ট হয়ে গিয়েছে। বুধবার সেমি ফাইনালে মহম্মদ সামির তুখোড় প্রদর্শনের পর কলকাতা পুলিশের তরফে একটি পোস্ট শেয়ার করা হয়।

সেখানে সামির একটি উচ্ছ্বসিত ছবি শেয়ার করা হয়। দুই হাত শূন্যে তুলে উচ্ছ্বাস প্রকাশ করছেন মহম্মদ সামি। আর ক্যাপশানে লেখা ‘সামি ফাইনাল’। শুধু সামি নয়, বিরাট কোহলির সেঞ্চুরি নিয়েও রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে কলকাতা পুলিশকে। বিরাট কোহলির সেঞ্চুরির হাফ সেঞ্চুরি হওয়া পর কলকাতা পুলিশের তরফে একটি পোস্টে বিরাট কোহলিকে শুভেচ্ছা জানানো হয়।


প্রসঙ্গত, বুধবার থেকেই সোশ্যাল মিডিয়ায় ‘সেমি ফাইনাল’ কথাটি ট্রেন্ড করছে। আর সেই ট্রেন্ডে গা ভাসিয়েছে কলকাতা পুলিশও। কলকাতা পুলিশের এই পোস্টে এক নেটিজেনের মন্তব্য, “মহম্মদ সামি যা শুরু করেছেন তাতে কোন দলই টিকবে না ভারতের বিপক্ষে।” অপর এক নেটিজেন লিখেছেন, “বিরাট কোহলি রান মেশিন হলে, মহম্মদ শামি উইকেট মেশিন।”

রঞ্জন সেনগুপ্ত নামক এক নেটিজেন বলেন, “একবার ভাবুন এই প্লেয়ারকে কেকেআর দলে নেয় না! এই বিশ্বকাপ আমাদের হবেই। ধন্যবাদ টিম ইন্ডিয়া।” ফেসবুকে সামির এই পোস্টে প্রায় ১৭ হাজার রিয়্যাকশন এসেছে। এছাড়াও কমেন্ট এসেছে ৪০৮টি। শেয়ার হয়েছে ৯৮২টি।

ভারতকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন, ক্রিকেটপ্রেমীদের বহু প্রজন্ম সামির বল মনে রাখবে। মোদী টুইটে লেখেন, “এদিনের সেমি ফাইনাল আরও স্পেশাল হয়েছে দুর্দান্ত ব্যক্তিগত প্রদর্শনের জন্য। মহম্মদ সামির পারফরম্যান্স ক্রিকেট প্রেমীরা বহু প্রজন্ম মনে রাখতে চলেছেন। সামি দুর্দান্ত খেলেছ।”


Yogi Adityanath vs Mohammed Shami : ভারতের সাফল্যে ‘বিরাট’ প্রশংসা, বাদ মহম্মদ সামি! যোগীর শুভেচ্ছায় বিতর্ক তুঙ্গে
সেমি ফাইনালে কার্যত রানের পাহাড় তৈরি করেছিল টিম ইন্ডিয়া। ৩৯৭ রান করে তারা। স্বাভাবিকভাবেই সেই রান তাড়া করা যে মোটেই সহজ হবে না নিউ জিল্যান্ড টিমের পক্ষে, তা একপ্রকার স্পষ্ট হয়ে গিয়েছিল। রান আটকানো নিয়ে যখন ভারত হতাশ করছিল সেই সময় কার্যত জ্বলে ওঠেন সামি। নিজের ইনিংসে শুরুতেই একটি উইকেট শিকার করে নেন তিনি। শেষ বলেও সামি ম্যাজিক। এই বিশ্বকাপে তিনি উইকেট নিয়েছেন ২৩টি। এখন নজরে ফাইনাল। শেষ বেলায় সামি কী খেল দেখান, এখন সেই দিকেই রয়েছে নজর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *