Nawsad Siddiqui : ‘…সামলে থাক গুরু’, এবার নন্দীগ্রামে দাঁড়িয়ে বিস্ফোরক ISF-র নওশাদ – nawsad siddiqui isf mla slams abhishek banerjee from nandigram


লোকসভা নির্বাচন আসন্ন। বিরোধী রাজনৈতিক দলগুলির পাখির চোখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ডহারবার। অভিষেক এই কেন্দ্র থেকে দু’বারের নির্বাচিত সাংসদ। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর বার্তা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সুর শোনা গিয়েছে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির মুখে। তিনিও জানিয়েছেন, দল যদি অনুমোদন দেয় তাহলে তিনি অভিষেকের বিরুদ্ধে লড়াই করে দেখিয়ে দেবেন।

অভিষেককে হারানো নিয়ে শুভেন্দু ও নওশাদের অবস্থান একই। বিরোধী দলনেতার নির্বাচনী কেন্দ্র দাঁড়িয়ে ফের এক বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। এবার শুভেন্দুর বিধানসভায় দাঁড়িয়ে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালীঘাটে পাঠানোর হুংকার দেন নওশাদ।

Nawsad Siddiqui : অভিষেককে চ্যালেঞ্জ ছু়ড়তেই ‘সংকট’! খাস তালুকে বড় ধাক্কা খেলেন নওশাদ
২০১১-র বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মাটি তৃণমূলের মসনদ দখলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তারপর থেকে বারবার রাজ্য রাজনীতির চর্চায় থেকেছে পূর্ব মেদিনীপুরের এই এলাকা। ২০২১-এর বিধানসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর যুযুধান লড়াই দেখেছিল নন্দীগ্রাম। সেখানে দাঁড়িয়ে নওশাদের হুঁশিয়ারি তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

কী বললেন আইএসএফ বিধায়ক?

এদিন দলীয় সভায় উপস্থিত ছিলেন ভাঙড়ের বিধায়ক। নওশাদ বলেন, ‘আমি যেই বলেছি ডায়মন্ড হারবারে দাঁড়াব, তখনই তৃণমূলের ছোটো-বড় নেতা আমার পিছনে পড়ে গিয়েছে। কেউ বলছে জামানত বাজেয়াপ্ত হবে, কেউ আবার বলছে আমি পাঁচ লাখ ভোটে হারব। এত কথা যখন বলছেন, তবে ভয় পাওয়ার কী আছে?’

নওশাদ আরও বলেন, ‘এইতো সবে শুরু, সামলে থেকো গুরু। মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামের মানুষ হারিয়েছেন। তারপর উনি আর পিছনে ফিরে তাকাননি। ডায়মন্ড হারবারের অভিষকে হারার পর, তিনিও আর পিছনে ফিরে তাকাবেন না। সোজা কালীঘাট চলে যাবেন। রাজ্যে সবথেকে বেশি অত্যাচারিত হয়েছে নন্দীগ্রাম ও ভাঙড়ের মানুষ। তাই নন্দীগ্রামের মানুষ একজোট হয়ে আশীর্বাদ করবেন, যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালীঘাটে পাঠাতে পারি’

ডায়মন্ডহারবার নিয়ে তরজা

প্রায় প্রত্যেক দিন ডায়মন্ড হারবার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যাকে নিশানা করছেন নওশাদ। শুভেন্দু অধিকারীর মুখেও শোনা গিয়েছে একই কথা। কিন্তু এই সব দাবিতে আমল দিতে নারাজ তৃণমূল। এই নিয়ে মুখ খুলেছেন অভিষেকও। তিনি বলেন, ‘কেউ ইচ্ছে হলে ডায়মন্ড হারবারে দাঁড়াতেই পারেন। এটা তো গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমি যতদিন রয়েছি, ধর্মের নামে ভাগাভাগি করে বিজেপিকে এখানে শক্তিশালী করতে দেব না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *