Soumen Mahapatra: দুর্ঘটনার মুখে সৌমেন মহাপাত্র, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন – soumen mahapatra admitted in kolkata private hospital


গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তন মন্ত্রী। ভাতৃদ্বিতীয়ায় বড় দুর্ঘটনার মুখে সৌমেন মহাপাত্র। ভাইফোঁটা নিয়ে বাড়ি ফিরেই বিপত্তি। বুধবার ছিল ভাতৃদ্বিতীয়া। ৯২ বছর বয়স্কা দিদি অশ্রুকণা ভট্টাচার্যের কাছে ফোঁটা নিয়ে বাড়ি ফেরার পরই ঘটল বড় বিপত্তি। গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বিধায়ক।

জানা গিয়েছে, বাড়িতে আচমকা পড়ে গিয়ে সাংঘাতিক আহত হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তমলুকে প্রাক্তন মন্ত্রীর প্রাথমিক চিকিৎসা ও বেশ কিছু পরীক্ষা করার হয়। তাতে অবস্থার অবনতি ও জটিলতা দেখে আহত প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রকে তড়িঘড়ি কলকাতা এনে ভর্তি করা হয় অ্যাপোলো হাসপাতালে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ভাইফোঁটায় দিদির বাড়ি থেকে ফোঁটা নিয়ে ফিরে পোশাক পরিবর্তন করতে যান। নিজের ঘরে পোশাক পরিবর্তনের সময় আচমকা পড়ে যান তিনি। পরিবারের দাবি, পায়ে প্যান্টের দড়ি জড়িয়ে যায়। তাতে পা পিছলে খাটের পাশে পড়ে যান প্রাক্তন মন্ত্রী। আঘাত লাগে গলায়। প্রাক্তন মন্ত্রীর গলায় রক্ত জমে গিয়েছে বলে খবর। চোটটি কোনও ছোটখাটো চোট নয় বলে ঘনিষ্ঠ মহলের দাবি, এদিন দুপুরে তমলুকের নার্সিংহোমে পরীক্ষা নিরীক্ষার পর কলকাতায় স্থানান্তরিত করা হয় তাঁকে। নেতার এই ধরনের ঘটনায় চিন্তায় নেতৃত্বরা। পরিবার সূত্রে দাবি, কথা বলতে পারছেন না মন্ত্রী।

Jyotipriya Mallick Health: আনফিট মন্ত্রী, ভার্চুয়ালি আদালতে হাজিরায় বিচারকের কাছে ‘প্রাণভিক্ষা’ মন্ত্রীর
সম্প্রতি জেলা সভাপতির পদ থেকে সৌমেন মহাপাত্রকে সরিয়ে দেওয়া হয়। তাঁকে আনা হয় রাজ্য কমিটিতে। তৃণমূলের রাজ্য কমিটির সম্পাদক পদ দেওয়া হয়েছে তাঁকে। সামনেই লোকসভা নির্বাচন তার আগে জেলার হেভিওয়েট নেতার এই ধরনের অসুস্থতায় চিন্তায় জেলা নেতৃত্বরা। মানসিক চাপের কারণে এই ধরনের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে সৌমেনকুমার মহাপাত্র জানান, তাঁর পদের মোহ নেই। দল যখন যেভাবে কাজ করতে বলে সেভাবে করে এসেছি। আগামীদিনেও তিনি দলের কথা মতোই কাজ করবেন। তবে এদিনের দুর্ঘটনার আগেও বাড়িতে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন এই তৃণমূল নেতা। আবার এই ধরনের ঘটনায় চিন্তায় পরিবার থেকে অনুগামীরা। তাঁর সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে। পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা। যদিও দলের তরফে সৌমেন মহাপাত্রর অসুস্থতা সম্পর্কে কোনও মন্তব্য করা হয় না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *