TMC Leader Murder: জয়নগরের পর এবার আমডাঙা, তৃণমূল পঞ্চায়েত প্রধানকে বোম মেরে খুন – after joynagar now amdanga panchayat pradhan lost life in miscreants attack


জয়নগরের ঘটনার রেশ মিটতে না মিটতেই এবার আমডাঙায় আরও এক তৃণমূল নেতা খুন। উত্তর ২৪ পরগণার আমডাঙার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের উপর হামলা। সোমবার জয়নগরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সইফুদ্দিন লস্করকে খুনের পর বৃহস্পতিবার আমডাঙার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডলকে বোমা মেরে খুন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, এদিন সন্ধেয় আমাডাঙ্গা কামদেমপুর হাটে আমডাঙ্গা পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডলকে লক্ষ্য করে বোমা মারা হয়। বোমার আঘাতে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে আমডাঙ্গা থানার পুলিশ। তবে কে বা কারা এই বোমাবাজি করেছে তা এখনও জানা যায়নি। স্থানীয়রা জানায়, প্রধান রূপচাঁদ মণ্ডল কামদেবপুর হাটে বসে ছিলেন। আচমকা দুষ্কৃতিরা এসে প্রধানকে লক্ষ্য করে বোম ছোড়ে। বোম প্রধানের সরাসরি গায়ে এসে লাগে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। সেইসময় প্রধান একাই ছিল বলে জানা গিয়েছে। স্থানীয়রা ভাবে লরির টায়ার ফেটে এই বিকট শব্দ হয়েছে। তবু তারা শব্দের উৎস সন্ধানে এসে দেখে প্রধান রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, অবস্থা আশঙ্কাজনক। তখন তড়িঘড়ি তাঁকে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতাল থেকে তাকে নিয়ে আসা হয় বারাসতের এক বেসরকারি হাসপাতালে।

খবর পেয়ে ওই হাসপাতালে আসেন সাংসদ অর্জুন সিং এবং আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান। পরে অর্জুন সিং জানান, প্রধানের মৃত্যু হয়েছে। বেসরকারি হাসপাতালে নিয়ে আসার পরই তার মৃত্যু হয় বলে সাংসদ জানিয়েছেন। এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে পুলিশ। গোটা ঘটনার তদন্তে আমডাঙ্গা থানার উর্দিধারীরা

Joynagar TMC Leader Murder: জয়নগরকাণ্ডে ৭২ ঘণ্টা পর গ্রেফতার মূল অভিযুক্ত, তৃণমূল নেতা খুনে আটক আরও ৪
বিধায়ক রফিকুর রহমান জানান, পুলিশ সঠিক তদন্ত করে অপরাধী সঠিক শাস্তি দেবে বলে তিনি আশাবাদী। তবে কে বা কারা এই ঘটনায় জড়িত তা বিধায়কের জানা নেই বলে জানিয়েছেন।

সোমে জয়নগরের ভয়াবহ ঘটনার পর বৃহস্পতিবারই ফের তৃণমূলের পঞ্চায়েত প্রধানের উপর হামলায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এর পিছনে বিরোধীদের হাত আছে বলে দায়ী করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যদিও বিরোধী নেতাদের দাবি, পঞ্চায়েতে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কারণেই ঘটেছে এমন ঘটনা। তদন্তে নেমে হামলার স্থল ভালো করে খুঁজে দেখছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *