জানা গিয়েছে, নিজেকে পুলিশের উচ্চ পদস্থ অফিসারের মিথ্যা পরিচয় দিয়ে পুলিশের চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ। চাকরি না পেয়ে সেই টাকা ফেরত চাওয়ায় অভিযোগকারীদের উপর পালটা হামলার অভিযোগ। যারা টাকা ফেরত চেয়েছিলেন তাদের বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল শান্তিপুর থানার পুলিশ।
সূত্রের খবর, শান্তিপুর এলাকার বাসিন্দা এক ব্যক্তি পুলিশের চাকরি দেওয়ার নাম করে দীর্ঘদিন ধরে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা তুলছিল। অভিযোগ, টাকা দেওয়ার পরও চাকরি না মেলায় সন্দেহ হওয়ায় সোমবার ওই প্রতারকের কাছে পাওনা টাকা ফেরত চায় প্রতারিতরা। অভিযোগ, টাকা চাইলে প্রতারক ওই ব্যক্তি প্রথমে হুমকি ও পরে প্রতারিতদের বাড়ি রাতের অন্ধকারে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করে।
ভয়ঙ্কর এই ঘটনার পর প্রতারক ওই ভুয়ো পুলিশ কর্মীর বিরুদ্ধে একাধিক ব্যক্তি শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এতগুলি ব্যক্তির অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে শান্তিপুর থেকেই গ্রেফতার করে পুলিশ। সূত্রের দাবি, এর আগেও নিজেকে পুলিশের মিথ্যে পরিচয় দিয়ে একাধিক মানুষের কাছ থেকে টাকা তোলার অভিযোগে ওই প্রতারককে গ্রেফতার করেছিল শান্তিপুর পুলিশ। তাতেও যে কিছু পরিবর্তন ঘটেনি, তার প্রমাণ মিলল এই ঘটনায়।
রাজ্যে শিক্ষক থেকে পুরসভায় কর্মী নিয়োগে উঠেছে দুর্নীতির অভিযোগ। একাধিক ক্ষেত্রে টাকা নিয়ে অযোগ্যদের অসৎ পথে নিয়োগের অভিযোগ উঠেছে। সেই ঘটনার তদন্তের দায়িত্বভার এখন ইডি ও সিবিআইয়ের হাতে। রাজ্যে জোরকদমে নিয়োগ দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দাদের তদন্তের মাঝেই ফের সামনে এল চাকরি দেওয়ার নামে টাকা তুলে প্রতারণার অভিযোগ।