‘বদলা বদলা সা লগ রাহা হ্যায়’
বৃহস্পতিবার একদিনের ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনালে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ইডেন গার্ডেন্সের হাই ভোল্টেজ ম্যাচে বাভুমা বাহিনীকে ৩ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছছেন কামিন্স-ম্যাক্সওয়েলরা। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার প্রোটিয়াদের হারিয়ে অজিরা জিততেই ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন বালিগঞ্জের বিধায়ক বাবুল। আগাগোড়া হিন্দিতে লেখা পোস্টে তিনি লেখেন, ‘এবার বিশ্বকাপে ভারতের সব কিছুই নিশ্চিতভাবে খানিক বদলে বদলে গিয়েছে বলে মনে হচ্ছে। ২০১৯-র বিশ্বকাপ সেমিতে নিউজিল্যান্ডের কাছে হারের বদলা আমার এই সেমি ফাইনালে নিয়ে নিয়েছি। ২০০৩ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের বদলা ২০২৩-র ফাইনালে আমারা নিয়ে নেব। কারণ ভারতের আবহাওয়াতে সত্যিই খানিক বদল এসেছে।’
বাবুলের পোস্ট নিয়ে জল্পনা
এক্স হ্যান্ডেলে করা বাবুলের পোস্টে সবটা জুড়েই ক্রিকেট থাকলেও শেষ বাক্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের কারও কারও দাবি, এর মধ্যে আসন্ন লোকসভা ভোট নিয়ে বার্তা থাকতে পারে। বিজেপি ও মোদী সরকারের বিরুদ্ধে এককাট্টা হয়েছে ‘ইন্ডিয়া’ জোট গঠন করেছে ২৮টি বিরোধী রাজনৈতিক দল। বিরোধীদের দাবি, ইন্ডিয়া জোটের কাছেই নরেন্দ্র মোদী পরাজিত হবে। ‘ভারতের হাওয়ায় বদল লাগছে…’, বলে বাবুল আসন্ন লোকসভা নির্বাচনের দিকে কোনও ইঙ্গিত করতে চাইলেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।
জয় শাহকে খোঁচা
মুম্বইয়ের ওয়াংখেড়েতে ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দেখতে এসেছিলেন ক্রীড়া জগতের একাধিক কিংবদন্তিরা। গ্যালারিতে সচিন তেন্ডুলকর ও ফুটবল তারকা ডেভিড বেকহ্যামের মাঝে বসে ছবি তুলতে দেখা যায় বোর্ড সচিব জয় শাহকে। এই নিয়ে এক্স হ্যান্ডেলে তাঁকে তীব্র কটাক্ষ করেন বাবুল। জয়কে কটাক্ষ করে তিনি লেখেন, ‘সাবাশ, ভাই জয় শাহ। এটা পরিবারতন্ত্র বা স্বজনপোষণের কোনও নিদর্শন নয়। সত্যিই এই পর্যায়ে পৌঁছতে কঠোর পরিশ্রম ও মেধার প্রয়োজন।’