জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আল-নাসর তারকা রোনাল্ডো পেয়ে গেলেন আন্তর্জাতিক ফুটবলে তার ১২৮তম গোল। সামগ্রিকভাবে দলের খারাপ প্রদর্শনের মাঝেই এই গোল ছিনিয়ে এনেছে পর্তুগালের কাঙ্খিত জয়।
পর্তুগালের দলগতভাবে একটি অত্যন্ত খারাপ পারফরম্যান্সকে একা হাতে বাঁচিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নায়কের ভূমিকা পালন করা রোনাল্ডো বুঝিয়ে দিয়েছেন কেন তিনি এখনও সেরা। লিচেনস্টাইনের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয়ে প্রথম গোলটি আসে তাঁর পা থকেই। যদিও সেলেকাওরা ক্লিন শিট রেখেই এই জয় পেয়েছে। গোলের লক্ষ্যে শট নেওয়ার ক্ষেত্রেও তাদের প্রতিপক্ষকে ২৯-৫ ফলে পিছনে ফেলেছে ইউরোজয়ীরা। ৯০ মিনিটে বারবার সুযোগ তৈরিতে ব্যার্থ হয় মার্টিনেজের দল। সকলেই মনে করছেন যে এটি আরও বেশি আরামদায়ক জয় হওয়া উচিত ছিল পর্তুগালের জন্য।
পর্তুগাল প্রথমার্ধে অত্যন্ত কম সুযোগ তৈরি করেছিল। বিভিন্ন ক্ষেত্রে হোস্ট লিচেস্টাইনের পরিশ্রমী রক্ষণাত্মক সেটআপের বার বার হতাশ হয়ে ফিরতে হয় রোনাল্ডোবাহিনীকে। সেলেকাওরা ১৪টি শট নিলে এর মধ্যে মাত্র ৪ টি শোট তারা গোল লক্ষ্য করে রেখেছিল। প্রথম হাফের স্টপেজ টাইমে শেষের দিকে রোনাল্ডো গোলের সবচেয়ে কাছে পৌছান যদিও সেই শট সরাসরি গোলকিপার বেঞ্জামিন বুচেলের হাতে জমা পরে।
ক্যাপ্টেনের ওপেনার গোলটি ছিল সম্পূর্ণ একটি থ্রোব্যাক যেখানে চিরাচরিতভাবে মাঠের বাম দিক দিকে গোল লক্ষ্য করে উঠে আসেন উইঙ্গার এবং তারপরেই অসহায় গোলরক্ষকের পাশ জোড়ালো শটে জালে জড়িয়ে দেন বল। এরপরেই জোয়াও ক্যানসেলো দ্রুত দ্বিতীয় গোলটি যোগ করেন পর্তুগালের নামের পাশে। বুচেলের একটি ভুলের পরে একটি দুর্দান্ত ফিনিশিং-এ এই গোল করেন তিনি। এরপরে গনসালো রামোসের শট হতাশা বাড়িয়ে বাতিল করা হয়।
আরও পড়ুন: World Cup 2023 Final: ‘বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামে এক তরফা…’! ফাইনালের আগে উত্তেজনায় ফুটছেন কামিন্স
এই ম্যাচটি পর্তুগালের সত্যিই সহজে যেটা উচিত ছিল। ফিফা র্যাঙ্কিংয়ে এই দুই দলের মধ্যে প্রায় ২০০ র্যাঙ্কের তফাত। সেলেকাওদের নেট খুঁজে পেতে এত দীর্ঘ সময়ের অপেক্ষার প্রয়োজন ছিল না।
তারপরও, ইউরো ২০২৪ যোগ্যতা অর্জনের পাশপাশি এটি এমন একটি দলের খেলা ছিল যারা আগামী মরসুমে বড় ঘটনা ঘটাতে পারে বলে সকলেই মনে করছে। বিশেষ করে যদি তাদের অধিনায়ক রোনাল্ডো খেলা চালিয়ে যান।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)