Cyber Crime : বাগুইআটিতে প্রতারণা, অভিযুক্ত ধৃত কুলটিতে – a man is arrested by police in kulti for stealing money by cheating in baguiati


এই সময়: যাবতীয় তথ্য ব্যাঙ্কে জমা না করলে ‘লকড’ হয়ে যাবে এটিএম কার্ড – ফোনের উল্টোপ্রান্তে থাকা ব্যক্তির এমন বক্তব্য বিশ্বাস করে তাঁকে সমস্ত জরুরি ইনফর্মেশন দিয়ে বসেছিলেন বাগুইআটির এক বৃদ্ধ। এর ঘণ্টাখানেক পরেই তিনি দেখেন, অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে ৬ লক্ষ টাকা। গত ২৬ মার্চ পুরো ঘটনার কথা জানিয়ে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন বৃদ্ধ।

তদন্তে নেমে কুলটি থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম রঞ্জন মাঝি। পুলিশ জেনেছে, কয়লা উত্তোলনকারী সংস্থার কর্মী রঞ্জন দীর্ঘদিন ধরে জামতাড়া গ্যাংয়ের সদস্য হিসেবে কাজ করছে। বিভিন্ন ব্যক্তিকে, বিশেষত প্রবীণদের ফোন করে এটিএম কার্ড বন্ধ হয়ে যাওয়ার কথা জানানো। যাঁরা তাতে সাড়া দিতেন, তাঁদের অ্যাকাউন্ট থেকেই তুলে নেওয়া হতো টাকা।

Baguiati Flat Skeleton : শনাক্ত হলো না কঙ্কালসার দেহ, ফরেন্সিক-সাহায্য চাইছে পুলিশ
বাগুইআটির ওই বৃদ্ধ ছাড়াও সল্টলেক, নিউ টাউনের একাধিক প্রবীণকে একই কায়দায় সে বোকা বানিয়েছে বলে দাবি তদন্তকারীদের। ধৃতের বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র, বিশ্বাসভঙ্গ-সহ বেশ ক’টি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক ছ’দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠান। এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *