Locket Chatterjee : ‘এই এলাকার সব আসন জিতব…’, লোকসভা নিয়ে ‘চ্যালেঞ্জ’ লকেটের – locket chatterjee slams trinamool congress on development issue from bankura


ফের একবার তৃণমূলকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। শুক্রবার ব্যক্তিগত কাজে বাঁকুড়ায় এসে সিমলাপালের লক্ষীসাগরের প্রাচীন ও ঐতিহ্যমণ্ডিত রুক্মিণী মন্দিরে পুজো দেন বিজেপি সাংসদ। সেখান থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে নিশানা করেন লকেট। দুর্নীতি নিয়ে শাসকদলকে নিশানা করেছে তিনি।

পুজো দিয়ে এদিন সেখানে উপস্থিত দলীয় নেতা-কর্মীদের প্রসাদ বিতরণ করেন বিজেপি সাংসদ। তিনি বলেন, ‘এমন সুন্দর মন্দিরে পুজো দিতে পেরে খুবই ভাল লাগছে। মা বসে রয়েছেন, মূর্তি হলেও তাঁকে জীবন্ত বলে মনে হচ্ছে। আমাদের একটাই পরিচয় যে আমরা বিজেপির কর্মী। সবার মঙ্গল কামনা করেছি। বাংলায় যে অশুভ শক্তির রাজ চলছে, তার পতন হোক। এটাই আমরা চাই। কারণ মায়ের আশীর্বাদ ছাড়া পতন সম্ভব নয়।’

দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে নিশানা

পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি সাংসদ লকেট। তিনি বলেন, ‘তৃণমূলের ছোট থেকে বড় সব নেতাই মানুষের টাকা লুঠ করেছেন। মানুষ এবার অপেক্ষায় আছেন। ২০২১-র বিধানসভা নির্বাচনে জঙ্গল মহলে আমরা আশানুরুপ ফল করতে পারিনি। কিন্তু ২০২৪-র লোকসভা নির্বাচনে সবকটি আসনে আমরাই জিতব। তৃণমূলকে মানুষ প্রত্যাখ্যান করবে বলেই আমার বিশ্বাস।’

Locket Chatterjee : ‘অনেক বড় মাথা যুক্ত আছে…’, জয়নগর কাণ্ডে CBI তদন্ত চাইলেন লকেট
শুভেন্দুর সভা বাতিল নিয়েও তৃণমূলকে নিশানা

কোতলপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সভা করার অনুমতি দেয়নি জেলা প্রশাসন। সেই নিয়েও এদিন তৃণমূলকে নিশানা করেছেন লকেট। পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ভুল বার্তা দেওয়ার জন্যই তৃণমূলের নেতারা সভা বানচাল করে দিতে চাইছেন। দল এই নিয়ে আদালতের দ্বারস্থ হবে। আগামী দিনে ওখানেই বিরোধী দলনেতা সভা করবেন।’

রেল নিয়ে আশ্বাস

রেল পরিষেবা থেকে বঞ্চিত বাঁকুড়ার জঙ্গলমহল। দীর্ঘদিন ধরে বাঁকুড়াবাসীর এমনটাই অভিযোগ। সেই অভিযোগ নিয়ে প্রশ্ন করায় মুখ খুলেছেন লকেট। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে রেলের রোডম্যাপ তৈরি করা হয়েছে। ২০২৪-এ বিজেপি ক্ষমতায় আসার পর জঙ্গলমহলের মানুষের রেল নিয়ে আর কোনও অভিযোগ থাকবে না। সবার কাছে পরিষেবা পৌঁছে দেওয়া হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *