Amdanga News : আমডাঙাতেও জয়নগরের ছায়া! শাসক নেতা খুনে অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ – uttar 24 parganas amdanga tmc leader murder case accused house allegedly set on fire


আমডাঙার ঘটনায় এবার এক অভিযুক্তের বাড়িতে অগ্নি সংযোগের অভিযোগ সামনে এল। স্থানীয় আফতাব নামে এক অভিযুক্তর বাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও, এদিন আমডাঙার ঘটনাস্থল পরিদর্শনে যান এডিজি সাউথ বেঙ্গল সিদ্ধিনাথ গুপ্তা। ঘটনায় একজন গ্রেফতার হলেও বাকি অভিযুক্তদের ধরার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

কী জানা যাচ্ছে?

উত্তর ২৪ পরগনার আমডাঙায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডলের মৃত্যুর পর উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ আমডাঙা থানার কামদেবপুর বাজার এলাকায় কিছু লোকজনের সঙ্গে আড্ডায় ব্যস্ত ছিলেন ওই তৃণমূল নেতা। এই সময় তাঁকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে গুরুতর আহত হন ওই তৃণমূল নেতা। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়।

আমডাঙা ঘটনায় গ্রেফতার

ঘটনায় একজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূলের পঞ্চায়েত প্রধান খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার আনোয়ার হোসেন মণ্ডল নামে এক ব্যক্তিকে। আমডাঙার খুড়িগাছি থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। কামদেবপুর হাটের দখল নিয়ে, ব্যবসায়িক কোনও কারণ নাকি রাজনৈতিক কোনও কারণে ওই তৃণমূল নেতাকে হত্যা করা হল, সে বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ।
উল্লেখ্য, উত্তর ২৪ পরগনা জেলার অন্যতম বড় হাট হল কামদেবপুর হাট। এই হাট দখলকে কেন্দ্র করেই কী গোষ্ঠী দ্বন্দ্বের সূত্রপাত। স্থানীয় সূত্রে খবর, বোদাই ও আমডাঙার দুই পঞ্চায়েত এলাকার মধ্যে এই হাটকে নিয়ে যথেষ্ট রেষারেষি রয়েছে। বোদাই পঞ্চায়েত এলাকার নেতা হলেন তোয়েব আলি মণ্ডল। তার সঙ্গে মৃত তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডলের বিরোধ ছিল বলে দাবি করেছেন অনেকে। হাট দখলকে কেন্দ্র করে এই মৃত্যুর ঘটনা কিনা সে বিষয়ে জোরালো দাবি করছেন স্থানীয় বাসিন্দারা।

TMC Leader Murder : জমি বিবাদের জেরে হত্যা? আমডাঙার TMC নেতা খুনে বাড়ছে রহস্য, আটক ৩
এই ঘটনায় এখনো পর্যন্ত চারজনের নামে এফআইআর করা হয়েছে। তাদের মধ্যে আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হলেও এখনও অধরা তিন অভিযুক্ত। এই পরিস্থিতিতে এদিন আমডাঙার ঘটনাস্থল পরিদর্শনে এলেন এডিজি সাউথ বেঙ্গল সিদ্ধিনাথ গুপ্তা। ঘটনাস্থল ঘুরে দেখে, কথা বলেন পুলিস সুপার ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। যদিও তদন্তের স্বার্থে বিস্তারিত জানাতে না চাইলেও, এডিজি সাউথ বেঙ্গল জানান দ্রুত তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার করা হবে। অন্যদিকে, মৃত রুপচাঁদ মন্ডলের পরিবার সহ অনুগামীরা দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন। ঘটনার পর থেকে এখনো থমথমে গোটা এলাকা তবে ঠিক কি কারণে এই হামলা ও খুনের ঘটনা ঘটলো তা এখনও অস্পষ্ট নয় পুলিশের কাছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *