Ananta Maharaj : নিজের কর্মীকে চড় মেরে বিতর্কে অনন্ত মহারাজ, সমালোচনা তৃণমূলের – greater cooch behar leader ananta maharaj fall in controversy for slapping a worker


নিজের এক কর্মীকে চড় মেরে বিতর্কে অনন্ত মহারাজ। এমনই একটি ভিডিয়ো সমাজ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে জোর চর্চা সামাজিক মাধ্যমে। ঘটনার কথা স্বীকার করে নিয়ে অনন্ত মহারাজ জানান, কর্মী ভুল করার জন্য তাঁকে শাস্তি দেওয়া হয়েছে।

মেজাজ হারিয়ে নিজেরই এক কর্মীকে চড় মারলেন রাজ্যসভার সাংসদ নগেন্দ্রনাথ রায় উরফে অনন্ত মহারাজ । রীতিমতো সেই ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যায়, গতকাল মেখলিগঞ্জ মহকুমার কুচলীবাড়ি এলাকায় কর্মীর বাড়িতে যান অনন্ত মহারাজ।
ভুল রাস্তায় চলে যায় তাঁর গাড়ি। সেখানে গাড়ি ঘোরানো নিয়ে সমস্যা হয়। সেই সময় মেজাজ হারিয়ে এক কর্মীকে রীতিমত চড় মারেন তিনি। তারপর সেই ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। যদিও অনন্ত মহরাজ বলেন, ‘ভুল করলে শাসন তো করতেই হবে।’ তিনি জানান, কথায় বুঝিয়েছিলাম, এরপর শারীরিক আঘাত দিয়ে বোঝাতে হয়েছে।

জানা গিয়েছে, কোচবিহার জেলার সীমান্ত এলাকা পরির্দশন করতে যান অনন্ত মহারাজ। এলাকা পরিদর্শনের পাশাপাশি দলের এক কর্মীর বাড়িতে খাওয়ার কথাও ছিল তাঁর। কিন্তু যে বাড়িতে নৈশভোজ করার কথা ছিল সেখানে যেতে গিয়েই একটি সরু রাস্তায় পড়ে যায় তাঁর গাড়ি। এরপর সেখান থেকে গাড়ি ঘোরাতে অসুবিধা হয়। সেই কারণে মেজাজ হারিয়ে ফেলেন তিনি।

যদিও গোটা ঘটনায় সমালোচনা করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। গোটা ঘটনায় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘‌উনি তো স্বঘোষিত মহারাজ। ক্লাস এইট পাস মহারাজ। ওঁর যেটা করা উচিত ছিল সেটাই উনি করেছেন।’
উদয়ন কটাক্ষ করে বলেন, ‘নিজেকে উনি এতটাই বড় ভাবছেন যে সরু রাস্তা দিয়ে তাঁর মতো মহারাজ যাবেন সেটা মেনে নিতে পারছেন না।’ উনি জানান, এরকম লোক রাজনীতিতে জায়গা পেয়েছে এটা আমাদের লজ্জার ব্যাপার। এর ফলে আগামী দিনে কোচবিহারের মানুষ শিক্ষা দেবে বলে মন্তব্য করেন তিনি।

Biochemistry Research : জৈব রসায়নে উন্নততর গবেষণায় ব্রতী, জার্মানির বিশ্বসেরা প্রতিষ্ঠানে সুযোগ দিনহাটার পড়ুয়ার
উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ্যসভার সাংসদ হয়েছেন অনন্ত মহারাজ। দু’দিন আগেই কোচবিহার সীমান্তে কাঁটা তার বসানো নিয়ে সমস্যা দূরীকরণে উদ্যোগ নেন অনন্ত মহারাজ।গোরুপাচার, চোরাচালান, মাদক পাচারের মতো একাধিক বেআইনি দীর্ঘদিন হয়ে চলেছে সীমান্তবর্তী এলাকায়। সেই সমস্যা মেটাতেই উদ্যোগ নেওয়া শুরু হল। শনিবার সীমান্তে গিয়ে বিএসএফ কর্তাদের সঙ্গেও কথা বলেন অনন্ত মহারাজ। এখনও কেন এইসব এলাকায় কাঁটাতার বসানো হয়নি তা জানতে চান বিএসএফ কর্তাদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *