আমহার্স্ট স্ট্রিট কাণ্ডে দেহ তুলে দেওয়ার নির্দেশ
আমহার্স্ট স্ট্রিটকাণ্ডে সৎকারের জন্য দেহ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় মৃত অশোক সিংয়ের পরিবার। সেই আবেদনের প্রেক্ষিতে শনিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়। আদালতের নির্দেশ, এসএসকেএম হাসপাতাল থেকে পুলিশ মরদেহ পরিবারের হাতে তুলে দেবে। দেহ বাড়িতে নিয়ে যাওয়ার সময় পুলিশকে বাড়তি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের আরও নির্দেশ, সরকারি গাড়িতে মরদেহ নিয়ে যাওয়া হবে। একই ভাবে বাড়ি থেকে শ্মশানে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়ার সময় পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করার কথা বলা হয়েছে। কোনওরকমের বিশৃঙ্খলা এড়াতেই পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে আদালত। মৃতের দেহ নিয়ে কোনও রাজনৈতিক কর্মকাণ্ড করা যাবে না বলে স্পষ্ট জানিয়েছে কলকাতা হাইকোর্ট।
আমহার্স্ট স্ট্রিট কাণ্ডে তোলপাড় রাজ্য
চুরির মোবাইল ব্যবহারের অভিযোগে পান দোকানি অশোক কুমার সিংকে ডেকে পাঠানো হয় আমহার্স্ট স্ট্রিট থানায়। জিজ্ঞাসাবাদের সময় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের। মারধরের কারণে অশোকের মৃত্যু হয়েছে বলে দাবি করে পরিবার। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের মুখেও শোনা যায় একই দাবি। কিন্তু যাবতীয় দাবি অস্বীকার করেছে পুলিশ।
এই নিয়ে হাইকোর্টে মামলায় দায়ের করে দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি জানায় বিজেপি। কিন্তু হাইকোর্টে ধাক্কার মুখে পড়তে হয় গেরুয়া শিবিরকে। দ্বিতীয়বার ময়নাতদন্তের কোনও প্রয়োজনীয়তা নেই বলে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পুলিশি তদন্তের উপর কার্যত আস্থা প্রকাশ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে থানার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দেয় হাইকোর্ট। আগামী শুনানিতে এই মামলা নতুন কোনও দিকে মোড় নেয় কি না, সেটাই দেখার। কারণ শুক্রবারই বিজেপির আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল জানিয়েছেন, তাঁরা এই মামলায় সিবিআই তদন্তের আবেদন জানাবেন। আগামী ২৬ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।