Howrah City Police : ছটপুজোয় গাড়ি পার্কিং করতে QR Code সিস্টেম, অভিনব উদ্যোগ হাওড়া পুলিশের – howrah city police arranges qr code scanning system for car parking in chhath puja 2023


রাত পোহালেই ছট পুজোয় মাতবে গোটা বাংলা। ছট পুজোর জন্য ইতিমধ্যে একাধিক গঙ্গার ঘাট সংস্কার এবং সাজিয়ে তোলার ব্যাপারে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি, পুণ্যার্থীদের গাড়ি পার্কিং নিয়েও সমস্যায় পড়তে হয় একাধিক ঘাটগুলিতে। সমস্যা দূরীকরণে দারুন ব্যবস্থা হাওড়া সিটি পুলিশের তরফে।

কী জানা যাচ্ছে?

ছট পুজোয় QR স্ক্যান করে খুঁজে নিতে পারবেন গাড়ি পার্কিংয়ের স্থান। এমনই অভিনব উদ্যোগ নিল হাওড়া সিটি পুলিশ। এবারের ছট পুজোয় আগত পূর্ণার্থীদের জন্য হাওড়া সিটি পুলিশ ব্যবস্থা করল সহজে গাড়ি পার্কিংয়ের স্থান খুঁজে নেওয়া। ছবিতে দেওয়া QR কোড স্ক্যান করলেই আপনার মোবাইল স্ক্রিন এ মিলবে কাছাকাছি পার্কিং স্থানের তথ্য ও লভ্যতা।

পুলিশের দেওয়া QR কোড

ঘাটগুলিতে একাধিক ব্যবস্থা

ইতিমধ্যে, হাওড়া জেলার উলুবেড়িয়া, বাউড়িয়া, চেঙ্গাইলে গঙ্গার বিভিন্ন ঘাট পরিদর্শন করেছে পুলিশ। খতিয়ে দেখা হয় পুজোর জন্য যাবতীয় সাজসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থা। পুণ্যার্থীদের সুবিধার জন্য ঘাটগুলিতে একাধিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘাটগুলি ইতিমধ্যেই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে ঘাটগুলো। ঘাটের নিকটবর্তী রাস্তাতেও আলোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, থাকছে প্রাথমিক চিকিৎসার জন্য ক্যাম্প, পুণ্যার্থীদের জন্য পানীয় জলের ব্যবস্থাও।

নিরাপত্তার দিকে নজর

পুণ্যার্থীদের নিরাপত্তার দিকটিও বিশেষ ভাবে মাথায় রাখা হচ্ছে। ঘাটগুলিতে যাতে নিষিদ্ধ শব্দ বাজি না ফাটানো হয় সে ব্যাপারে কড়া নজরদারি থাকছে। মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে থাকছে বিশেষ নজরদারি টিম। এছাড়াও
পুলিশ ও পুরসভা তরফে জানানো হয়েছে, প্রত্যেকটি ঘাট থেকে জলের কিছুটা দূরে জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। যাতে পুজোর অনুষ্ঠান চলাকালীন বিপদ এড়ানো যায়। অথবা তেমন পরিস্থিতি হলে সহজে উদ্ধার করা যায় সে ব্যবস্থাও থাকছে। ঘাটগুলির কাছে অ্যাম্বুল্যান্স ব্যবস্থাও থাকছে।

ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত মন্ত্রীদের ছট পুজোর সময় নিজের এলাকায় থাকার জন্য নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট পুরসভা, পুলিশের সঙ্গে সমন্বয় বজায় রেখে ছট পুজোর অনুষ্ঠান যাতে সুষ্ঠু, শৃঙ্খলা সহকারে পালন করা হয়ে থেকে সে ব্যাপারে নির্দেশ দিয়েছেন। হাওড়া ও তৎ সংলগ্ন উলুবেড়িয়া এলাকার কয়েক হাজার মানুষ রবিবার বিকেল থেকেই ছট পুজোর অনুষ্ঠানে যোগ দেবেন। সেই কথা মাথায় রেখে নির্বিঘ্নে ছট পুজো পালনে তৎপর জেলা প্রশাসন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *