India vs Australia World Cup 2023 : শহরে বসছে বিরাট স্ক্রিন! একসঙ্গে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচ দেখবেন ১০ হাজার – india vs australia cricket world cup final giant screen installed at siliguri ground


একসঙ্গে খেলা দেখবেন কয়েক হাজার মানুষ। রবিবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কে বিশাল এলইডি স্ক্রিনে দেখান হবে একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। এই খবরে স্বাভাবিকভাবে ক্রিকেটপ্রেমীদের মনে ফুটেছে হাসি। একসঙ্গে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ দেখার সুযোগ পেয়ে উত্তেজনায় টগবগ করে ফুটছে শিলিগুড়িবাসী।

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ জায়ান্ট স্ক্রিনে

শিলিগুড়ির বাঘাযতীন পার্কের মাঠে ইতিমধ্যেই চলছে জোরকদমে প্রস্তুতি। লাগানো হয়ে গিয়েছে বিরাট স্ক্রিন। শিলিগুড়ি পুরনিগম ও একটি বেসরকারি সংস্থার উদ্যোগে দেখানো হবে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ। একদিনের ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-নিউজিল্যান্ড। ৬-৭ হাজার মানুষ একসঙ্গে বাঘাযতীন পার্কের মাঠে খেলা দেখেছিলেন। রবিবার ফাইনালের দিন সেই সংখ্যা ১০ থেকে ১২ হাজার অতিক্রম করতে পারে বলেই মনে করা হচ্ছে।

প্রস্তুতি দেখতে শনিবার বাঘাযতীন পার্কে যান শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব, শিলিগুড়ি কমিশনারেটের ডেপুটি কমিশনার জয় টুডু সহ পুরসভার আধিকারিকেরা। এত মানুষ একসঙ্গে খেলা দেখার জন্য এলে শিলিগুড়িজুড়ে যানজট হতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। সেই কারণে একাধিক বন্দোবস্ত করা হয়েছে।

World Cup Final Dry Day : বিশ্বকাপ ফাইনাল কাটবে শুকনো গলায়, ড্রাই ডে ঘোষণা এই রাজ্যে
শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, ‘বাঘাযতীন পার্কে প্রচুর মানুষ আসবেন খেলা দেখতে। সেমি ফাইনালেও ভিড় হয়েছিল। কিন্তু প্রায় ১২ বছর পর বিশ্বকাপে ফাইনালে উঠেছে। সেই কারণে এই ম্যাচ দেখার জন্য আরও বেশি মানুষ ভিড় করবেন বলেই আমাদের বিশ্বাস। তবে রোহিত শর্মা নেতৃত্ব ভারত যে ফর্মে রয়েছে, তাতে অস্ট্রেলিয়ার জেতার সম্ভাবনা খুবই কম।’

ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা

শিলিগুড়ির বাঘাযতীন পার্কের মাঠে বিপুল সংখ্যা মানুষের জমায়েত হতে পারে রবিবার। সেই কারণে ট্রাফিক পুলিশের তরফে যান নিয়ন্ত্রণের জন্য একাধিক বন্দোবস্ত করা হয়েছে। শিলিগুড়ি কলেজ মাঠে গাড়ি ও বাইক পার্কিং করা যাবে। অন্যদিকে রবিবার শহরের বিভিন্ন জায়গায় খেলা দেখানো হবে। ডাবগ্রাম, বিধান মার্কেট, সেবক রোড সহ বিভিন্ন জায়গায় খেলা দেখানো হবে। পাশাপাশি রবিবার ছটপুজো রয়েছে। শহরে বেশকিছু ছট ঘাটেও বড় স্ক্রিনে খেলা দেখানো হবে।

২০ বছর পুরনো প্রতিশোধ নেওয়ার সুযোগ

২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত অস্ট্রেলিয়া। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতকে হেলায় হারিয়ে কাপ ঘরে তুলেছিল রিকি পন্টিং বিগ্রেড। ২০ বছরের পুরনো হিসেব মিটিয়ে কাপ ঘরে তুলতে এবার মরিয়া রোহিত ব্রিগেড। ভারতের পিচ কাপ জিততে ভারতকে আরও সাহায্য করতে পারে বলেই মনে করা হচ্ছে। কারণ এখনও অবধি এই বিশ্বকাপে ভারত অপরাজেয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *