কলকাতায় আগামী দুই তিন দিন ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাপমাত্রার পারদ। আগামী সপ্তাহের শেষে তাপমাত্রা নামতে পারে। ফিরতে পারে শীতের আমেজ। আগামী দু’তিন দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রার পারদ কমবে। উত্তরবঙ্গে একই থাকবে তাপমাত্রা।
ঘূর্ণিঝড় মিধিলির অবস্থান
শীতের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল এই ঘূর্ণিঝড়। শুক্রবার দুপুরে বরিশালের খেপুপাড়া দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে। শনিবার দক্ষিণবঙ্গের কিছু জেলার আকাশ থাকবে আংশিক মেঘলা। তবে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড় সরে যাওয়ার পর তাপমাত্রা একধাক্কায় বেশ কিছুটা কমবে। এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে তাপমাত্রার পারদ।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
মিধিলির প্রভাব কেটে যাওয়ার পর ধীরে ধীরে শীতের আমেজ পাওয়া যাবে শহর কলকাতায়। সকাল এবং সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকবে। বেলার দিকে তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকার জন্য সামান্য অস্বস্তি বাড়তে পারে।
শনি এবং রবিবার সপ্তাহান্তে উষ্ণতা বাড়বে বেলার দিকে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকার কারণে সামান্য অস্বস্তি বাড়তে পারে। রাতের তাপমাত্রা কমতে পারে। বাড়বে দিনের তাপমাত্রা। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৬৮ শতাংশ।
দক্ষিণবঙ্গে শীত কবে?
দক্ষিণবঙ্গে দিনের বেলায় উষ্ণতা বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় কলকাতা সহ সংলগ্ন এলাকায় কিছুটা অস্বস্তি বজায় থাকবে। সকাল-সন্ধ্যায় শীতের আমেজ কিছুটা ফিরবে। পশ্চিমের জেলায় শীতের আমেজ অপেক্ষাকৃত বেশি থাকবে। আগামী তিন দিন রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমতে পারে। তবে সোম বা মঙ্গলবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রার পারদ।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
আগামী তিন থেকে চার দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার সেভাবে কোনও উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। আপাতত পরিষ্কার থাকবে আকাশ। শীতের আমেজও ক্রমশ বাড়বে।