Migrant Workers : বিশেষ ব্যবস্থা রাজ্য সরকারের, ১ ক্লিকেই সব তথ্য পরিযায়ী শ্রমিকদের – the state government has arranged to keep all the information on a special portal for bengali workers working in other states


সুপ্রকাশ মণ্ডল এর বিষয়ে

সুপ্রকাশ মণ্ডল
সুপ্রকাশ মণ্ডল No Designation

সাংবাদিকতায় ১৭ বছর। বর্তমান পত্রিকায় শুরু সাংবাদিকতার কেরিয়ার। এই সংবাদপত্রের হয়ে হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা। রাজ্যের সাড়া জাগানো বেশ কিছু ঘটনা সামনে থেকে দেখা। করোনাকালে ‘এই সময়’-এ যোদ দেওয়ার আগে দীর্ঘদিন আনন্দবাজারে সাংবাদিকতা। রাজনীতির পালাবদল থেকে রাজনীতিবিদদের ভোলবদল— পছন্দের খবরের তালিকায় পয়লা নম্বরে রাজনীতি-কূটনীতি। এ ছাড়াও বরাবরের পছন্দের বিষয় পরিবেশরক্ষা, সমাজ-সংস্কৃতি-স্বাস্থ্য। আন্তর্জাতিক সীমান্ত, পাচার ও তার বিভিন্ন সমস্যা, প্রান্তবাসীদের জীবন নিয়ে একাধিক লেখা রয়েছে। ভালো লাগে অপরাধ জগতের অজানা তথ্য তুলে আনতে। কাজের বাইরে পরিবারের সঙ্গে সময় কাটানোই প্রায়োরিটি পায়। পছন্দ বই পড়া-গান শোনা, হাত-খুন্তি নিয়ে নেমে পড়া। সময় পেলে এদিক সেদিক ঘোরা আর নতুন নতুন মানুষের সঙ্গে আলাপ জমানো আর বিভিন্ন খাবার চেখে দেখাতেই আনন্দ।Read More



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *