‘সামি ভালো খেলছে। ফাইনালে যেন…’, নরেন্দ্র মোদী স্টেডিয়াম সেজে উঠছে। বিশ্বকাপ ফাইনালের মাত্র একদিন আগে কোটি কোটি ভারতীয়দের মতো ভারতীয় টিমের জন্য প্রার্থনা করছেন বোলপুরের সইফুদ্দিন। শুধু টিম ইন্ডিয়া নয়, ফাইনালে কামাল করবেন মহম্মদ সামি, প্রত্যাশা করছেন হাসিন জাহানের প্রাক্তন স্বামী সইফুদ্দিন।
২০০০ সালে সইফুদ্দিনের সঙ্গে প্রথম আলাপ হয়েছিল পাড়ার মেয়ে হাসিনের। পেশায় ব্যবসায়ী তিনি। শোনা যায়, একসময় তাঁর প্রেমে হাবুডুবু খেয়েছিলেন হাসিন। ২০০২ সালে বিয়ে করেছিলেন তাঁরা। শোনা যায়, এই বিয়েতে সম্মতি ছিল না হাসিনের পরিবারের। পরে অবশ্য দুই বাড়িতেই মেনে নেয়। ২০০৩ সালে তাঁদের এক কন্যা হয়। দ্বিতীয় কন্যা সন্তানের জন্মের পরেই তাঁদের মধ্যে অশান্তি শুরু হয়। পরে তারা বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের। হাসিন এবং সইফুদ্দিনের দুই মেয়েই থাকে বাবার কাছে। সিউড়িতে একটি মনোহারি দোকান চালান তিনি। নতুন করে তিনি সংসারও পেতেছেন।
এদিকে হাসিন জাহানের জীবনও বয়ে গিয়েছে নতুন খাতে। ক্রিকেটার মহম্মদ সামিকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু, সেই সম্পর্ক শেষের দিকে তিক্ততায় ভরে গিয়েছিল।
তবে এই সম্পর্কের গোলকধাঁধা সইফুদ্দিনের ক্রিকেট প্রেমে বাধা হয়নি। সেমি ফাইনালেও টিম ইন্ডিয়ার জয়ে হাততালি দিয়ে উঠেছিলেন। আর এই জয়ের অন্যতম নায়ক মহম্মদ সামির সাফল্যেও গদ গদ এই ‘আম আদমি’। সইফুদ্দিন বলেন, “খেলা দেখছি। ভারতীয় টিম খুব ভালো খেলছে। সামিও দুর্দান্ত খেললেন। খুশি হয়েছি ওকে দেখে। ভারত কাপ আনুক এটাই টাইছি। সামি আরও ভালো পারর্ফম্যান্স করুন। সবাই ভালো খেলুক এই কামনা করছি।”
সেমি ফাইনালের মোড় সামি একা হাতে ঘুরিয়ে দিয়েছিলেন, দাবি সইফুদ্দিনের। তিনি বলেন, “অনবদ্য খেলা। সমস্ত প্লেয়ার ভালো খেলুক, এমনটাই চাই।” সামিকে শুভেচ্ছা জানিয়েও হাসিন জাহান প্রসঙ্গে কোনও মন্তব্যই করতে রাজি হলেন না সইফুদ্দিন। তিনি বলেন, “ও ওর মতো করে ভালো রয়েছে। ওকে নিয়ে কিছু বলব না।”
পাশাপাশি মহম্মদ সামির জন্য মনে কোনওরকম তিক্ততা পুষে রাখেননি বলে দাবি করেছিলেন সইফুদ্দিন। তিনি বলেন, “ওঁর জন্য রাগ কেন পুষব! যাঁরা ভারতের জন্য খেলেন তাঁদের সকলের সাফল্য কামনা করি। আমিও ক্রিকেট প্রেমী। চাইব যাতে ও দুর্দান্ত পারফর্ম্যান্স করুক ফাইনালে।” উল্লেখ্য, সেমি ফাইনাল ম্যাচের পর একাধিকবার হাসিন জাহানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।