Partha Chatterjee News : ‘কার্তিক ফেলবেন না, ওরা জেলে’, ‘অপা’র সামনে চটুল পোস্টার? চর্চা ফেসবুকে – kartik puja 2023 poster at partha chatterjee own apa farmhouse at santiniketan create buzz in social media


কার্তিক পুজোয় বিশেষ রীতি রয়েছে বাংলার সমাজে। অনেকেই বন্ধু বান্ধব, স্বজনদের বাড়িতে কার্তিক ঠাকুরের মূর্তি বসিয়ে দিয়ে আসেন। পুজোপাঠ করে খাওয়া দাওয়ার আয়োজনের বায়না থাকে তাঁদের। এরকমই রীতি চলে আসছে যুগ যুগ ধরে। তবে কার্তিক পুজো নিয়ে মজার একটি পোস্টার পড়েছে বীরভূম জেলার একটি অতি পরিচিত বাড়িতে। বাড়িটি ‘অপা’ নামে পরিচিত সকলের কাছে। যদিও, সেটি আদতে ওই বিলাসবহুল বাড়ির সামনে লাগানো হয়নি। ছবিটি সফটওয়্যারের মাধ্যমে বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে বলে দাবি করছেন অনেকে।

কী জানা যাচ্ছে?

অপার গেটে লাগানো একটি পোস্টারকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক! যেখানে লেখা , ‘এখানে কেউ কার্তিক ফেলবেন না । ওরা সবাই জেলে আছে ‘। সেই ছবিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কার্তিক পুজোর সময় ফের ভাইরাল গ্রেফতার হাওয়া তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের ‘অপা’ বাড়ি। সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে অপা বাড়ির গেটে লেখা -‘এখানে কেউ কার্তিক ফেলবেন না । ওরা সবাই জেলে আছে ।’ আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নেটিজেনরা সেটিকে শেয়ার করছেন তিরের গতিতে।

পার্থ চট্টোপাধ্যায়ের ‘অপা’ বাড়ি

প্রসঙ্গত, রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গত বছর জুলাই মাসে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপ্যাধায়। একই সঙ্গে গ্রেফতার হন তাঁর বান্ধবী বলে দা দাবি অর্পিতা মুখ্যোপ্যাধায়। এরপরেই রাজ্যের একাধিক জায়গায় তৃণমূল নেতা ও প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের একাধিক সম্পত্তির খোঁজ শুরু করে তদন্তকারী আধিকারিকরা। সেই সময় বীরভূম জেলায় এই বিলাস বহুল বাড়িটির খোঁজ পায় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।

Visva Bharati University Controversy: বিদ্যুতের বসানো হেরিটেজ ফলক খোলার নির্দেশ, নয়া বয়ান স্পষ্ট করল কেন্দ্র
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্টার

তাঁদের দুজনের নামের প্রথম অক্ষর জুড়েই শান্তিনিকেতনের এই বিলাসবহুল বাড়ির নাম রাখা হয়েছে ‘অপা’ । তার গেটেই পড়েছে এই পোস্টার। যেখানে ‘ওরা’ বলতে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কেই বোঝানো হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না । যদিও ভাইরাল হওয়া ছবির সত্যতা যাচাই করতে এই সময় ডিজিটাল এই অপা বাড়ি পোঁছালে সেখানে এই ধরণের কোনো পোস্টার দেখা যায়নি । এমনকি স্থানীয় মানুষও জানান তারাও এই পোস্টার দেখেন নি । তবে কী বিভ্রান্ত করার জন্যই এই পোস্ট ? সাইবার বিশেষজ্ঞর দাবি, ‘ছবিটিকে এডিট করে মিম আকারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *