Sukanta Majumdar : ধর্মতলায় বিশাল সমাবেশ, রাজনৈতিক আবহে মোদীর সঙ্গে সাক্ষাতে সুকান্ত – sukanta majumdar has gone to delhi to meet prime minister narendra modi in preparation for the bjp november 29 rally in dharmatala


এই সময়: ২৯ নভেম্বরের সমাবেশে ধর্মতলায় এক লক্ষ মানুষের ভিড় হবে বলে রাজ্যের শাসক দলের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিজেপি। সেই সভার আয়োজনে বাড়তি দায়িত্ব বর্তেছে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের উপর। দলের শীর্ষ রাজ্য নেতাদেরও দিল্লি থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যেনতেনপ্রকারে ২৯ তারিখের এই কর্মসূচি সফল করতেই হবে।

বিজেপির অন্দরে এ হেন রাজনৈতিক আবহে শুক্রবার সকালে দিল্লি উড়ে গিয়ে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। সুকান্তর দাবি, প্রধানমন্ত্রী ওই কর্মসূচিতে আসার বিষয়ে সবুজ সঙ্কেত দিয়েছেন। এদিন দিল্লি যাওয়ার আগে তিনি বলেন, ‘সাধু-সন্তদের প্রতিনিধিদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছি। ২৪ ডিসেম্বর ব্রিগেডে এক লক্ষ মানুষ গীতাপাঠ করবেন। বাংলার সাধু-সন্তরা চাইছেন সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকুন। তাই আমি ওঁদের সঙ্গে মোদীজিকে আমন্ত্রণ জানাতে দিল্লি যাচ্ছি।’

ব্রিগেডে এক লক্ষ মানুষের গীতাপাঠ অনুষ্ঠানের আগে ধর্মতলায় রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিজেপির কর্মসূচি রয়েছে। সেখানে সুকান্ত-শুভেন্দুদের এক লক্ষ মানুষের জমায়েতের টার্গেট বেঁধে দেওয়া হয়েছে দিল্লি থেকে। হাতে আর মাত্র এগারো দিন সময়। এত অল্প সময়ে কী ভাবে পরিকল্পনা বাস্তবায়িত হবে তা নিয়ে ঘোর সংশয় তৈরি হয়েছে গেরুয়া শিবিরে। এর মধ্যে সুকান্তর সাধু-সন্তদের জন্য দিল্লি উড়ে যাওয়া ভালো চোখে দেখছে না দলেরই একাংশ।

রাজ্য বিজেপির এক প্রথম সারির নেতার কথায়, ‘তৃণমূলের দুর্নীতির কারণে যাঁরা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাননি, এমন অনেকের সঙ্গে এখনও আমরা যোগাযোগ করে উঠতে পারিনি। অথচ তাঁদের সামনের সারিতে রেখেই ২৯ তারিখ ধর্মতলায় আমাদের অবস্থান করার কথা। এই অবস্থায় সুকান্তবাবু দিল্লি না গেলেই পারতেন।’ প্রসঙ্গত, বিজেপি চাইছে ওইদিন ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে। সেই মতো কলকাতা পুলিশের কাছে অনুমতিও চাওয়া হয়েছে। অনুমতি না মিললে আদালতের যাওয়ার পরিকল্পনা রয়েছে শুভেন্দুদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *