West Bengal Police : খোদ পুলিশ সুপারের নামে ভুয়ো সোশ্যাল মিডিয়া প্রোফাইল খুলে প্রতারণা! গ্রেফতার হাবরার যুবক – one youth from habra allegedly make a fake profile in the name of purulia police super avijit banerjee


প্রযুক্তি একদিকে যখন প্রতিদিন উন্নত হচ্ছে, তেমনই পাল্লা দিয়ে বাড়ছে সাইবার ক্রাইমের সংখ্যাও। এবার পুরুলিয়ার পুলিশ সুপারের নামে সোশ্যাল মিডিয়ায় ফেক প্রোফাইল খুলে আর্থিক প্রতারণার অভিযোগে হাবরা থেকে ধৃত এক যুবক। শনিবার পুরুলিয়া পুলিশের একটি বিশেষ দল হাবরায় আসে এবং স্থানীয় থানার সহযোগিতায় গ্রেফতার করে ওই অভিযুক্ত যুবককে।

ঠিক কী অভিযোগ উঠেছে?
সোশ্যাল মিডিয়ায় ভুয়ো প্রোফাইলের ছড়াছড়ি। অনেক ক্ষেত্রে দেখা যায়, এই প্রোফাইলগুলির আড়াল থেকেই সংগঠিত অপরাধ করে সাইবার প্রতারকরা। কিন্তু, তা বলে পুলিশ সুপারের নামে ফেক প্রোফাইল! অভিযোগ, পুরুলিয়ার বর্তমান পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নামে ফেক সোশ্যাল মিডিয়া প্রোফাইল খুলেছিল হাবরার রাহুল ঘটক ওরফে প্রিতম। তাতে ব্যবহার করা হয় পুলিশ সুপারের উর্দি পরা ছবিও। আর সেই প্রোফাইল ব্যবহার করেই আর্থিক প্রতারণা করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ওই ভুয়ো প্রোফাইলটি কার বা কে কা তৈরি করেছে, তা নিয়ে খোঁজ শুরু করে পুলিশ। আর সেই তদন্তেই উঠে এসেছিল হাবড়ার ওই যুবকের নাম। তাকে জিজ্ঞাসাবাদ করে নতুন তথ্য উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

কে এই প্রিতম?
জানা গিয়েছে, হাবরার বাসিন্দা এই যুবক কিছুদিন আগে আইটিআই পাস করে। এরপর একটি বেসরকারি সংস্থায় চাকরি পেয়েছিল সে। তার বাবা দাবি করেছেন, “ছেলে অত্যন্ত ভালো। ও ফেক প্রোফাইল খুলে প্রতারণা করেছে এটা হতেই পারে না।” এদিন অভিযুক্তকে গ্রেফতার করে পুরুলিয়ায় নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য।

Cyber Fraud : ফোনেই কেরামতি, বাগুইআটির বৃদ্ধের ৬ লাখ ‘হাপিস’! পুলিশের জালে ‘ব্যাঙ্ক ম্যানেজার’
প্রসঙ্গত, বর্তমানে সাইবার প্রতারণা নিয়ে প্রতিনিয়ত সাধারণ মানুষকে সচেতন করে চলেছে পুলিশ। কোনওভাবেই যাতে প্রতারণা চক্রে তারা পা না দেন, সেই বিষয়েও করা হচ্ছে সচেতন। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়াতেও নিয়মিত প্রচার চালানো হচ্ছে বিভিন্ন পোস্টার বা সচেতনতামূলক বার্তার মাধ্যমে। কিন্তু, বেলাগামভাবে বাড়ছে প্রযুক্তির অপব্যবহার।

হাবরার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয় এলাকায়। ওই যুবক এলাকায় শান্ত প্রকৃতির হিসেবে পরিচিত বলেই দাবি কিছু জনের। একইসঙ্গে পড়াশোনাও করেছে বলে জানতেন প্রতিবেশীরা। পুলিশ সুপারের নামে ফেক প্রোফাইল খুলে তা অপব্যবহার করতে পারে সে, তা ভাবতেও পারননি অনেকেই। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। পুলিশ জানাচ্ছে, ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *