পুরসভা-জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরোধে জটিলতা অম্রুত প্রকল্পে – the national highway authority has a dispute with the bardhaman municipality regarding the laying of pipe lines


এই সময়, বর্ধমান: অম্রুত প্রকল্পে পাইপ লাইন বসানো নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে জটিলতা দেখা দিয়েছে বর্ধমান পুরসভার। শহর বর্ধমানে পরিশুদ্ধ পানীয় জল সরবরাহে অম্রুত (অটল মিশন রেজ়ুভিনেশন অ্যান্ড আর্বান ট্রান্সফর্মেশন) প্রকল্পে কাজ শুরু হয়েছিল। কোথা থেকে জল আনা হবে তা নিয়ে দীর্ঘ টালবাহানার পর ঠিক হয়, গলসির ঝিঙ্গুটি থেকে দামোদরের জল পরিস্রুত করে তা পাইপ লাইনে সরবরাহ করা হবে শহরের ৩৫টি ওয়ার্ডে। প্রায় ৩২ কিমি পথে সেই পাইপ লাইন বসানো নিয়ে বর্ধমান পুরসভার সঙ্গে বিরোধ তৈরি হয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের।

অম্রুত প্রকল্পের এই কাজে প্রায় সাড়ে তিনশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বর্ধমান শহরের অধিকাংশ ওয়ার্ডের প্রতিটি বাড়িতে পাইপ লাইন বসানোর কাজ শেষ হয়েছে। এদিকে পানাগড় থেকে ডানকুনি পর্যন্ত জাতীয় সড়ক ৬ লেনে পরিণত করার কাজও শুরু হয়েছে। এখন পুরসভার কাজে আপত্তি জানিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। তাঁদের বক্তব্য, জাতীয় সড়কের নিচ দিয়ে পাইপ লাইন আনা হলে ভবিষ্যতে মেরামতির প্রয়োজন পড়লে ক্ষতি হবে রাস্তার।

আবার তাঁরা রাজি না হলে এই প্রকল্প বাস্তবায়িত হবে না। জেলাশাসক পূর্ণেন্দুকুমার মাজি বলেন, ‘আমি এলাকাটি পরিদর্শন করেছি। অম্রুত প্রকল্পের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কাজ বন্ধ হয়ে গেলে সমস্যা তৈরি হবে। আলোচনার জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষকে ডেকে পাঠানো হয়েছে। ওই অংশে রাস্তা কিছুটা ঘুরিয়ে দিয়ে সমস্যার সমাধান করা যেতে পারে। আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বলেন, ‘অম্রুত জলপ্রকল্পের কাজ শহরের দিকে প্রায় শেষ। এখন যেখান থেকে জল আসবে, সেখানে পাইপ লাইন বসিয়ে সংযোগ করা শুধু বাকি। প্রকল্পের বরাদ্দ টাকার অধিকাংশ খরচ হয়ে গিয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় সমস্যার সমাধান না হলে প্রকল্পের কাজ শেষ করা যাবে না।’ বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস বলেন, ‘শহরের কয়েক লক্ষ মানুষ উপকৃত হবেন। কেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই বিষয়ে টালবাহানা করছেন আমরা বুঝতে পারছি না। জেলাশাসক নিজে বিষয়টির সমাধানে উদ্যোগী হয়েছেন। আমরাও আশা করছি, সড়ক কর্তৃপক্ষ তাঁদের অবস্থান থেকে সরে এসে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেবেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *