Chandannagar Jagadhatri Puja 2023 : চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রবেশ বন্ধ দর্শনার্থীদের – fire in a chandannagar jagadhatri puja pandal creates panic at hooghly


Jagadhatri Puja Pandal : ষষ্ঠীতেই বিপত্তি! চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর একটি মণ্ডপে অগ্নিকাণ্ড। ঘটনায় হইচই পড়ে যায় গোটা এলাকায়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করছে। কী ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল। ওই পুজো মণ্ডপ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।

কী জানা গিয়েছে?

ষষ্ঠীর সন্ধায় চন্দননগরে জগদ্ধাত্রী মণ্ডপে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। মানকুন্ডু স্টেশন রোড পোস্ট অফিস গলিতে আমরা সবাই ক্লাবের পুজো মণ্ডপে হঠাৎ আগুন লেগে যায় রবিবার সন্ধায়। জানা গিয়েছে, ওই মণ্ডপের কাছেই ছিল পুলিশ বুথ। সেখান থেকে পুলিশ কর্মীরা আগুন লাগার খবর পেয়েই সঙ্গে সঙ্গে ছুটে আসেন। খবর দেওয়া হয় দমকলকে। কিছুক্ষণের মধ্যেই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে।

আগুন নিয়ন্ত্রণে চেষ্টা

দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। মণ্ডপে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আগুনে ক্ষতি হয় মণ্ডপের বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। চালচিত্র পুড়ে গেলেও অল্পের জন্য রক্ষা পায় প্রতিমা। আগুন লাগার ঘটনার খবর পেয়ে ছুটে আসেন চন্দননগর পুলিশ কমিশনার। প্রতিমা দর্শন বন্ধ করে দেওয়া হয়।ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে অনুমান।
তবে এই ঘটনায় কোনও দর্শনার্থীর ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। তবে মণ্ডপে আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মণ্ডপ থেকে আগুন যাতে আশেপাশে ছড়িয়ে না পড়ে সেই কারণে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দমকল। কিছুক্ষণের মধ্যেই আগুন অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় বলে শেষ পাওয়া খবর।
Jagadhatri Puja 2023 : জগদ্ধাত্রী পুজোয় অর্পণদের সঙ্গে কাঁধে করে প্রতিমা তোলেন শেখ বাবু-ইসলামরা
স্থানীয় এক পুজো উদ্যোক্তা জানান, কী ভাবে আগুন লাগল সেটা আমরা এখনও বুঝতে পারিনি। দমকল দ্রুত এসে আগুন নেভানোর চেষ্টা করেছে। কোনও মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। মণ্ডপ দ্রুত যাতে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যবস্থা করা হচ্ছে। আপাতত দর্শনার্থীদের প্রবেশ নিষেধ করে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরের প্রতি দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ থাকে। হুগলি জেলার বাইরেও অন্যান্য জেলা থেকে প্রচুর দর্শনার্থীরা আসেন প্রতিমা দর্শন করতে। রবিবার ষষ্ঠীর দিন থেকেই প্রচুর মানুষের ভিড় জমতে শুরু করেছে। একাধিক পুজো মণ্ডপে প্রতিমা, আলোকসজ্জা দেখতে ভিড় জমাচ্ছেন দর্শকরা। তার মধ্যে মণ্ডপে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত অনেকেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *