ICC World Cup 2023 : আগুনে ভষ্মীভূত ভিডিয়ো হল, হতাশ এলাকার ক্রিকেট প্রেমীরা – the only video of hingalganj was burnt to ashes late at night ahead of world cup


এই সময়, হিঙ্গলগঞ্জ: গভীর রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেল এলাকার একমাত্র ভিডিয়ো হলটি। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি পঞ্চায়েত সংলগ্ন এলাকায়। ভিডিয়ো হলটি পুড়ে যাওয়ায় মালিকের বড়সড় ক্ষতির পাশাপাশি মন খারাপ এলাকার ক্রিকেটপ্রেমীদের। রবিবার ওই হলে বসেই বড় পর্দায় ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে হতে চলা বিশ্বকাপের ফাইনাল দেখার ইচ্ছা ছিল এলাকার ক্রিকেটপ্রেমীদের। এলাকার একমাত্র হলটি পুড়ে যাওয়ায় তাঁদের সে আশা পূর্ণ হল না।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রত্যন্ত সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জের দুলদুলিতে রঞ্জিত সরকার নামে এক ব্যক্তির একটি ভিডিয়ো হল রয়েছে। তিনি প্রায় বছর ৩০ আগে এলাকার মানুষের বিনোদনের জন্য ভিডিয়ো হলটি তৈরি করেন। নাম দেন মা তুলসি ভিডিয়ো কর্নার। সন্ধে হলেই এলাকার মানুষ সিনেমা দেখার জন্য ভিড় জমাতেন ওই ভিডিয়ো হলে। বেশ কয়েক বছর হলো মোবাইলের যুগে হলটিতে সিনেমা দেখানো বন্ধ হয়েছে। তবে খেলা পাগল মালিক রঞ্জিত সরকার সম্প্রতি ক্রিকেট বিশ্বকাপ দেখাতে শুরু করেন হলটিতে। বড় পর্দায় খেলা দেখতে প্রতিদিন ভিডিয়ো হলটিতে ভিড় জমাতেন এলাকার ক্রিকেটপ্রেমীরা।

শুক্রবার রাতে হঠাৎ দাউদাউ করে জ্বলতে দেখে যায় ওই ভিডিয়ো হলটিকে। গভীর রাতে এলাকার বাসিন্দারা জল দিয়ে নেভানোর আগেই পুড়ে ছাই হয়ে যায় হলটি। পুড়ে যাওয়া হলের মালিক রঞ্জিত সরকার বলেন, ‘কী ভাবে আগুন লাগল বুঝতে পারছি না। কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। রবিবার বিশ্বকাপের ফাইনাল খেলা দেখানোর ইচ্ছা থাকলেও উপায় নেই।’

বিষয়টি নিয়ে দুলদুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস মণ্ডল বলেন, ‘আমাদের গ্রামে যখন টিভি ছিল না তখন এই ভিডিয়ো হলে আমারা সিনেমা দেখতে আসতাম। এখন দর্শকের অভাবে হলটিতে সিনেমা বন্ধ হলেও ভালো খেলা হলে মালিক খেলা দেখাতেন হলে। আমরা সবাই খেলা দেখতে হলে আসতাম। হলে বসে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখার ইচ্ছা থাকলেও তা আর হলো না।’ খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে আসে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। কী ভাবে আগুল লাগলে তার তদন্ত শুরু করেছে পুলিশ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *