India vs Australia : কন্যাশ্রীর টাকায় বিরাট-সামিদের জন্য পুজো, টিম ইন্ডিয়ার জন্য প্রার্থনায় তৃষা-অঙ্কিতারা – india vs australia bankura students offer prayer with kanyashree scheme money for team india


বিশ্বকাপের জন্য দেশবাসী এই মুহূর্তে প্রার্থনা করছে। পুজো-অর্চনা চলছে দেশজুড়ে। তৃতীয়বার ক্রিকেটে বিশ্বজয়ের অপেক্ষায় ভারত। মাত্র কয়েক ঘণ্টা পরেই গুজরাটের অহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া। ঠিক তার আগে টিম ইন্ডিয়ার সাফল্যের জন্য পুজো দিলেন ইন্দাসের রাজখামার হাই স্কুলের ছাত্রীরা। কন্যাশ্রী প্রকল্পে প্রাপ্ত অর্থ দিয়ে এই পুজো দিয়েছেন তাঁরা।

ছাত্রীদের পড়াশোনায় যাতে কোনও সমস্যা না আসে সেই জন্য কন্যাশ্রী প্রকল্প চালু করা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। এই প্রকল্পে এককালীন ছাত্রীদের এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হয়। আর সেই টাকা জমিয়েই রবিবার বড় গোবিন্দপুর শিব মন্দির জাতীয় পতাকা দিয়ে সাজিয়ে তুললেন ছাত্রীরা। পাশাপাশি চিড়ে, গুড়, দুধ এবং বিভিন্ন রকমের ফল দিয়ে নৈবেদ্য সাজিয়ে মহাদেবের কাছে টিম ইন্ডিয়ার সাফল্য কামনা করলেন তাঁরা।

রাজখামার হাই স্কুলের তৃষা পাল, অঙ্কিতা কুণ্ডুরা বলেন, ‘বিশ্বকাপ ফাইনালে এদিন মুখোমুখি হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়া। ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের সাফল্য কামনায় মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ভারতের বিশ্বকাপ জয় এখন সময়ের অপেক্ষা।’ বাকি আনন্দ বিশ্বকাপ জয়ের পর হবে, মন্তব্য করেছেন তাঁরা।

এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে লাগানো হয়েছে জায়েন্ট স্ক্রিন। খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। বিরাট-রোহিত-সামিদের সাফল্যের জন্য রাখা হচ্ছে ব্রতও। এদিন হাওড়া কদমতলা সি টি বি এস ক্লাবের পক্ষ থেকে হোম যজ্ঞের আয়োজন করা হয়। লাগানো হয়েছে এলইডি স্ক্রিন। গোটা পাড়া মুড়ে ফেলা হয়েছে জাতীয় পতাকা এবং খেলোয়াড়দের ছবিতে। সব মিলিয়ে ক্রিকেট উন্মাদনায় গা ভাসিয়েছে ক্লাব সদস্যদের থেকে শুরু করে গোটা অঞ্চলের মানুষ।

ICC Cricket World Cup Final: ২০ বছর পর বদলার ‘মওকা’, বিশ্বকাপ ফাইনালে ভারতের জয়ের প্রার্থনায় পুজো-যজ্ঞ দিবাকর ও সুভাষ সরকারের
এদিকে ভারতীয় টিমের জন্য শুভেচ্ছা দিয়েছেন লক্ষ্মীরতন শুক্লাও। তিনি বলেন, ‘অসাধারণ ক্রিকেট খেলছে টিম ইন্ডিয়া। সকলের ইউনিটি খুব ভালো। বিরাট স্বপ্নের ফর্মে রয়েছে। মহম্মদ সামিও অসাধারণ। পুরোপুরি ভারতীয় দলকে দেখলে বোঝা যাবে জয়ের মুখোমুখি আমরা। তবে ধৈর্য্য রাখতে হবে।’ তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়া সবসময় কামব্যাকের জন্য জানা যায়। এর আগে ৮৩-তে জয় এসেছিল। ২০২৩-এও সেই ‘তিন’ সংখ্যার ম্যাজিক হয় কিনা এখন তা দেখার।

চড়ছে উন্মাদনার পারদ! নরেন্দ্র মোদী স্টেডিয়ামের সামনে জনজোয়ার

লক্ষ্মীরতন শুক্লা আরও সতর্ক করেন, ‘ভারতের জন্য গলা ফাটাব। কিন্তু, খেলাটার নাম ক্রিকেট মনে রাখতে হবে। ভারতীয় দলের প্রতিটি সদস্যকে শুভেচ্ছা জানাই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *