Jagadhatri Puja Chandannagar: রাজা কৃষ্ণচন্দ্রের জগদ্ধাত্রী পুজো শুরুর গল্প থেকে অঙ্গদানে সচেতনতা প্রসার, চন্দননগরে লেজার শোয়ে চমক – chandannagar jagadhatri puja pandal theme and laser show are giving lesson of organ donation


চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি। শুরু হয়েছে গিয়েছে ষষ্ঠী পুজো। চন্দননগর সেজে উঠেছে দারুণ দারুণ থিমে। কলকাতার দুর্গাপুজো, বারাসতের কালীপুজোর মতোই মেগা বাজেটের পুজো চন্দননগরে। বিশ্ববিখ্যাত চন্দননগরে পুজোর আলো। এখন দুরন্ত থিম, আলোয় গল্প বলার সঙ্গে চন্দননগরে জুড়েছে নয়া আকর্ষণ লেজার শো। এবারে একের পর মণ্ডপে আলোর সঙ্গে মন কেড়েছে লেজার শোয়ে গল্প বলা কোথাও আবার সচেতনতা প্রচার। জগদ্ধাত্রী পুজোয় অঙ্গ দানের সচেতনতার প্রচারে লেজার শোয়ের আয়োজন চন্দননগর স্টেশন রোডে মধ্যাঞ্চলে।

লেজার শোয়ের মাধ্যমে অঙ্গদান যে জীবনদান তা ব্যাখা করা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর পুজো মণ্ডপে। যারা অঙ্গদানের মাধ্যমে জীবনের অমূল্য উপহার দিয়েছেন অথবা দিতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে জগদ্ধাত্রী পুজোর দিন গুলোতে চন্দননগর স্টেশন রোডে মধ্যাঞ্চল সার্বজনীন লেজার শোয়ের আয়োজন করেছে। ১৯ থেকে ২২ নভেম্বর প্রতিদিন সন্ধ্যায় এই বিশেষ লেজার শো প্রদর্শিত হবে।

শুধু অঙ্গদানের গুরুত্ব নয়, চন্দননগরের স্টেশন রোডে মধ্যাঞ্চল সার্বজনীনের পুজো মণ্ডপে লেজার শোয়ের মাধ্যমে দেখানো হচ্ছে কীভাবে শুরু হয়েছিল জগদ্ধাত্রী পুজো। রাজা কৃষ্ণচন্দ্র কবে কীভাবে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেছিলেন, সেই গল্পের পর অঙ্গদান করলে অন্যের মধ্যে কীভাবে বেঁচে থাকা যায় তা দেখানো হচ্ছে লেজার শোয়ে। এমনকী একজনের অঙ্গদানে কীভাবে বাঁচে একাধিক জীবন তাও বর্ণনা করা হয়েছে।

চন্দননগর আলোর শহর। জগদ্ধাত্রী পুজোয় এই শহরের রাজপথ আলোকিত রকমারি আলোয়। চন্দননগর স্টেশন রোডে মধ্যাঞ্চলের লেজার শো দেখতেও ভিড় উপচে পড়েছে তা বলাই বাহুল্য। এক বেসরকারি নার্সিংহোমের উদ্যোগে এই অঙ্গদানের উপকারিতা বোঝানো “মনে রেখো” একটি দর্শনীয় লেজার শোয়ের আয়োজন। প্রদর্শিত হচ্ছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে।

Jagadhatri Puja: অসমের ঘাস থেকে ভুট্টার খোসায় কালিয়া দমন, চন্দননগরের ‘ক্রাউড পুলার’ কানাইলাল পল্লীর থিমে পরিবেশ রক্ষার বার্তা

চন্দননগর স্টেশন রোডের এই পুজোই নয়, কানাইলাল পল্লী সহ আরও নামজাদা কয়েকটি পুজোর থিমে রয়েছে সচেতনতার বার্তা। যেমন পরিবেশ বান্ধব জিনিসে মণ্ডপ বানিয়ে বার্তা । কানাইলাল পল্লী এবছর নিজেদের মণ্ডপ তৈরিতে ব্যবহার করেছে অসমের বিশেষ ঘাস, ভুট্টার শুকনো খোসা সহ সমস্ত পরিবেশ বান্ধব জিনিস। এর কোনওটাই প্রকৃতির ক্ষতি করবে না। মণ্ডপ তৈরিতে কোনও প্লাস্টিক ব্যবহার হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *