Khardah News : বুরারি কাণ্ডের ছায়া খড়দায়! ফ্ল্যাট থেকে উদ্ধার একই পরিবারের ৪ জনের দেহ, চাঞ্চল্য – khardah police found four bodies in a flat at uttar 24 parganas


খড়দায় একটি আবাসন থেকে একই পরিবারের চারজনের পচাগলা দেহ উদ্ধার। মৃতদেহের পাশ থেকে পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোটও। একই পরিবারের স্বামী, স্ত্রী এবং দুই সন্তানের দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারের কর্তা নিজের স্ত্রী, সন্তানকে হত্যা করে নিজে আত্মঘাতী হয়েছেন কিনা সে সম্বন্ধে তদন্ত শুরু পুলিশের।

কী জানা যাচ্ছে?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে খড়দার ১৯ নম্বর ওয়ার্ডের করবী টাওয়ার্স-এর একটি আবাসন থেকে উদ্ধার চার চারটি দেহ। প্রায় এক বছর ধরে ওই ফ্ল্যাটে ভাড়া নিয়ে থাকতেন এক দম্পতি ও তাঁদের সন্তানরা। গত দুতিন দিন ধরে তাঁদের বাড়ির বাইরে দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। রবিবার সকালে ফ্ল্যাটের মালিকের সন্দেহ হয়। তাঁরাই পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে। জানা গিয়েছে, বৃন্দাবন কর্মকার, তার স্ত্রী, আট বছরের ছেলে এবং ১৬ বছরের একটি মেয়েকে নিয়ে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

পুলিশ কী জানাচ্ছে?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চারজনের দেহ উদ্ধারের পাশাপাশি একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। সেখানে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কিত সম্পর্ক ছিল বলে উল্লেখ করা হয়েছে। সেই কারণেই রাগের বশে স্ত্রী ও সন্তানকে হত্যা করে স্বামী আত্মঘাতী হয়েছেন বলে সন্দেহ করছে পুলিশ। বৃন্দাবন কর্মকার একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন। সুইসাইড নোটে, নিজের স্থাবর, অস্থাবর সমস্ত সম্পত্তি কোনও NGO-কে দান করে দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় কাউন্সিলর কী বলেছেন?

স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী পাল জানান, আজকেই আমাকে সকালে ফ্ল্যাটের মালিক ফোন করেন। তাঁদের ভাড়া বাড়ির বাসিন্দাদের গত দুদিন ধরে দেখা যাচ্ছে না বলে জানান আমায়। এমনকি, তাঁদের ফোনেও পাওয়া যাচ্ছে না বলে জানানো হয়। আমি ওনাদের পুলিশকে ফোন করার জন্য অনুরোধ করি। পুলিশ এসে চারজনের দেহ উদ্ধার করেছে। স্থানীয়রা জানিয়েছেন, ঘরের মেঝেতে, বিছানায় একাধিক দেহ ছড়িয়ে ছিটিয়ে ছিল। বাড়ির কর্তার দেহ ঝুলন্ত অবস্থায় ছিল। স্থানীয়দের দাবি, আজ সকালে একটি চাবি চাওয়ার জন্য একজন ওই ফ্ল্যাটের বাসিন্দাদের ডাকতে যায়। কিন্তু অনেকক্ষণ ধরে কোনও সাড়া পাওয়া যায়নি। কিছুক্ষণ উঁকিঝুঁকি মারার পর দুর্গন্ধ পান তিনি। এরপরই ফ্ল্যাটের মালিককে খবর দেওয়া হয়। এরপরেই পুলিশ এসে দরজা ভেঙে চারটি মৃতদেহ উদ্ধার করে।

Bidhannagar Police : বাগুইআটি কঙ্কাল উদ্ধার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, মুম্বাই থেকে পুলিশের জালে ১
উল্লেখ্য, ২০১৮ সালে উত্তর দিল্লির বুরারি এলাকায় একই পরিবারের ১১ জনের রহস্যমৃত্যু তোলপাড় ফেলে দিয়েছিল গোটা দেশে। চোখ, মুখ, হাত বাঁধা অবস্থায় ঘর থেকে একের পর দেহ উদ্ধার করেছিল পুলিশ। অলৌকিক কিছু বিশ্বাসের উপর নির্ভর করে পরিবারের সকলে আত্মহননের পথ বেছে নিয়েছিল বলে এই তদন্তে উঠে এসেছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *