Mamata Banerjee : ‘আমাদের গর্বিত করুন’, ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর – mamata banerjee gives best wishes to indian cricket team for icc world cup final match


আর কয়েক ঘণ্টার মধ্যেই ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে নামছে ভারত। দেশের মাটিতে কাপ জয়ের আনন্দে উদ্ভাসিত হতে গোটা দেশ অপেক্ষায়। রবিবার সকাল থেকেই একের পর এক শুভ কামনা বার্তা আসছে ভারতীয় টিমের জন্য। ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

কী জানালেন তিনি?

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, একটি মহান ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ এসে উপস্থিত। বিশ্ব অঙ্গনে ক্রিকেটের সবচেয়ে সেরা ম্যাচের প্রাক্কালে টিম ইন্ডিয়ার জন্য শুভকামনা রইল! ভারতীয় ক্রিকেট দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ গোটা দেশ আপনাদের জয়ের জন্য অপেক্ষা করছে। সাফল্যের শীর্ষে আপনাদের দেখতে আমরা সবাই আগ্রহী! আমি আশা রাখি, আপনারা আমাদের গর্বিত করবেন।’ ভারতীয় টিম জয় ছিনিয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ফাইনাল ঘিরে সাজ সাজ রব

গুজরাতের আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আর কিছুক্ষণের পরেই মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। ২০০৩ সালের বিশ্বকাপ ফাইনালের স্মৃতি মনে করছেন অনেকেই। সেবারেও ভারতের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। তবে রিকি পন্টিংয়ের নেতৃত্ব শেষ হাসি হেসেছিল ভারত। এবারের ফাইনালে তার বদলা নেওয়ার পালা। ভারতীয় দলের জয় দেখতে মুখিয়ে রয়েছে গোটা দেশ।

প্রার্থনা সকলের

ভারতীয় দলের জয় কামনার জন্য ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়েছে যজ্ঞ, প্রার্থনা। গোটা দেশ জুড়ে চলছে দলকে জেতানোর জন্য পুজোপাঠ, প্রার্থনা। রাজনীতি থেকে সিনেমা, সমস্ত জগতের বিশিষ্ট মানুষজন ইতিমধ্যে ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে জয়ের ব্যাপারে প্রার্থনা করছেন।

Mamata Banerjee : আজ ছটপুজোর অনুষ্ঠানে মমতা, ‘অভিষেকের দূত’ হিসেবে ময়দানে তৃণমূল কর্মীরা
একদিকে, বিশ্বকাপে অন্যান্য দলের ব্যাটারদের ত্রাস হয়ে উঠেছেন মহম্মদ সামি। ফাইনালে তাঁর বোলিং অ্যাটাক সামলানোর ক্ষেত্রে বিপাকে পড়তে পারেন ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নাররের মতো বাঁ-হাতিরা। পাশাপাশি, বিরাট – রোহিত জুটির অনবদ্য ব্যাটিংয়ের ভরসা রয়েছে ভারতীয় দলের কাছে। রবিবার ম্যাচের মাঝের দিকে অস্ট্রেলিয়ান অ্যাডাম জাম্পার স্পিন সামলানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিতে হবে বিরাট কোহলি, শ্রেয়স আইয়ারদের। সব মিলিয়ে টানটান উত্তেজনা থাকবে গোটা ম্যাচে। তবে শেষ ভারত হাসুক, সেই প্রার্থনা করছেন সকলেই। কলকাতায় ইতোমধ্যে একাধিক শপিং মল, মাঠ পার্কে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জেলায় জেলায় খেলা দেখার ব্যাপারেও উন্মাদনা তুঙ্গে। সবার একটাই মত, কাপ জেতা শুধু সময়ের অপেক্ষা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *