Mohammed Shami : ফাইনালেও খেল দেখাবেন সামি, পেট দিয়ে ছবি এঁকে প্রার্থনা নদিয়ার ফ্যানবয়ের – mohammed shami indian cricketer picture drawn with belly by a artist at nadia


বিশ্বকাপের মহারণে আর কয়েক ঘণ্টার মধ্যেই মাঠে নামবে ভারত। ভারতীয় খেলোয়াড়দের মধ্যে গোটা দেশের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে দলের অন্যতম সেরা পেসার মহম্মদ সামি। অনুরাগীদের কাছে সামিকে উচ্ছ্বাসের শেষ নেই। এবার বিশ্বকাপ কাঁপানো ভারতের অন্যতম ক্রিকেটার মহম্মদ সামির ছবি পেট দিয়ে এঁকে নজির গড়ল নদিয়ার চাপড়ার অঙ্কন শিল্পী তুহিন মণ্ডল।

ফাইনাল নিয়ে উচ্ছ্বাস

আজ বহু অপেক্ষিত বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ভারত বনাম অস্ট্রেলিয়া চির প্রতিদ্বন্দ্বিতার লড়াই দেখা যাবে মাঠে। তবে এবার গোটা বিশ্বকাপে আগুনে বোলিং করে ক্রিকেট প্রেমীদের মধ্যে বিশেষ জায়গা করে নিয়েছে সামি। সামির অনুরাগী নদিয়ার চাপড়ার অঙ্কন শিল্পী তুহিন মণ্ডল। নিজের ভালোবাসা প্রকাশ্যে পেট দিয়ে এঁকে ফেললেন জয়ের গুরু দায়িত্ব সামলানোর মহম্মদ সামির ছবি। ভারতের ১৩৫ কোটি মানুষের স্বপ্নের জালে শুধুই বিশ্বকাপ জয়। যার নেপথ্যে নায়ক সামি। অনেকেই দেখে অবাক হবেন দুহাত ছাড়াই পেট দিয়ে ছবি এঁকেছেন এই শিল্পী। শিল্পীকে চাক্ষুষ দেখার জন্য ভিড় করেছেন অনেক ক্রীড়া প্রেমী মানুষজন।

আঁকার প্রতি শখ

নদিয়া জেলার চাপড়ার বড় অন্দুলিয়ার বাসিন্দা তুহিন মণ্ডল ছোট থেকে বাবার কাছে তার আঁকা শেখা। তবে সেভাবে কোন শিক্ষক শিক্ষিকার কাছে আঁকা শেখেনি। নিজের চেষ্টায় সে শিল্পী হিসেবে পারদর্শী হওয়ার পর পেটকে নিয়ন্ত্রণ করেছে রং তুলির মাধ্যমে। তবে এবার বিশ্বকাপের প্রাক্কালে একজন দেশবাসী হিসেবে সর্বোপরি একজন শিল্পী হিসাবে বিশ্বকাপের জয়ের প্রার্থনায় অপরূপ তার এই প্রচেষ্টা।

কী জানালেন শিল্পী?

শিল্পী তুহিন জানিয়েছেন, ভবিষ্যতে যদি কখনও মোহাম্মদ সামির কাছে পৌঁছাতে পারি, তাহলে তার হাতে এই ছবি তুলে দিয়ে নিজেকে ধন্য মনে করব। আমরা চাইব, মহম্মদ সামি আগামী দিনে ক্রিকেটের এক অন্য নক্ষত্র হয়ে উঠুক। যার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

ICC Cricket World Cup Final: ২০ বছর পর বদলার ‘মওকা’, বিশ্বকাপ ফাইনালে ভারতের জয়ের প্রার্থনায় পুজো-যজ্ঞ দিবাকর ও সুভাষ সরকারের
উল্লেখ্য, ভারতীয় ব্যাটসম্যানদের প্রতি কোটি কোটি অনুরাগী রয়েছে দীর্ঘদিন ধরে। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, এবারের বিশ্বকাপে ভারতীয় দলের বোলিং সাইড বিগত কয়েক দশকের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কমবিনেশন। যার পুরোধা হলেন উত্তরপ্রদেশের বাসিন্দা এই পেস বোলার। কাপ জিতলে গোটা মরশুমের অন্যতম সেরা কারিগর মানা হবে এই বোলারকে বলেই ধারণা ক্রিকেট মহলে। তাঁর অনুরাগীর সংখ্যাও গোটা দেশ জুড়ে নেহাত কম নয়। সেই তালিকায় রয়েছে নদিয়ার তুহিন মণ্ডলের নামও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *