Murshidabad News : জলের বদলে বেরোচ্ছে দুধ! রাজ্যের কালী মন্দিরে ‘অলৌকিক’ কাণ্ড, শোরগোল – murshidabad kali temple white liquid flowing from water pump video spread


একদিনের ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল নিয়ে মাতোয়ারা গোটা দেশ। আবেগে গা ভাসিয়েছে বাংলাও। কিন্তু শনিবারের রাতে অবাক করা ঘটনার সাক্ষী মুর্শিদাবাদ জেলা। সাবমার্সিবল পাম্প থেকে জলের বদলে বেরোচ্ছে কোন তরল? পাম্প থেকে জলের বদলে বেরিয়ে আসছে দুধ! যা দেখে চক্ষু চড়কগাছ সাগরদিঘির। এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

ঠিক কী ঘটনা?

সাবমার্সিবল পাম্প থেকে জলের বদলে বেরিয়ে আসছে দুধ! এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সাগরদিঘির পাটকেলডাঙ্গা অঞ্চলের বাসন্তী বুড়িতলা মায়ের মন্দির এলাকায়। অনেকে এই দৃশ্য দেখে মন্দির চত্বর থেকে ভয়ে পালিয়ে গিয়েছেন। অনেকে আবার অবাক নয়নে পাম্পের দিকে তাকিয়ে রয়েছেন। এই ঘটনায় হকচকিয়ে গিয়ে দেবতার আর্শীবাদ বলেই দাবি করছেন কেউ কেউ। অনেকের মতে এটা বুজরুকি ছাড়া আর কিছুই নয়। এই ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

দীপাবলির আলোর উৎসবে মাতোয়ারা হয়েছিল গোটা রাজ্য। উৎসব শেষ হওয়ার পরও বিভিন্ন এলাকায় চলছে মেলা। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের পাটকেলডাঙ্গা অঞ্চলের বাসন্তি বুড়িতলা মায়ের মন্দিরে দীপাবলি উপলক্ষে আয়োজন করা হয়েছিল মেলার। সেই সঙ্গে হাজার হাজার দর্শনার্থীদের খিচুড়ি প্রসাদ খাওয়ার ব্যবস্থা করেন পুজো কমিটি।

Cyclone Midhili Update: ধেয়ে আসছে সাইক্লোন মিধিলি, দুরুদুরু বুকে জগদ্ধাত্রীর কাছে প্রার্থনায় চন্দননগর
খিচুড়ি খেয়ে ভক্তরা যে যাঁর বাড়ি চলে গিয়েছেন। কিন্তু খিচুড়ি রান্নার হাঁড়ি কড়াই মাজতে গিয়েই চোখে পড়ে অবাক করা ঘটনা। সেই সময় সাবমার্সিবল পাম্প থেকে জল আনতে গিয়ে চোখ কপালে ওঠে মন্দির কমিটির সদস্যদের। যা দেখে রীতিমতো অবাক সকলে। পুজো কমিটির সদস্যদের অনেকেই এতে ভয় পেয়ে যান। অনেকেই সেই দৃশ্য দেখে ভয়ে পালিয়ে যান সেখান থেকে। হঠাৎ করে জলের বদলে কি বেরোচ্ছে? এই দৃশ্য মোবাইল ক্যামেরায় বন্দি করেছেন অনেকে। মুহূর্তে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে ভিডিয়ো। অনেকে সাদা রঙের এই তরলের স্বাদ চেখে দেখছেন। তাঁদের মতে, এই তরল দুধের মতোই খেতে।

সাদা তরল নিয়ে তুমুল চর্চা

কেউ কেউ বলছেন মায়ের কৃপায় এই দুধ। অনেকেই প্রশ্ন তুলেছেন কোথা থেকে এলো এই দুধ ,কেনই বা এল? যা ঘিরে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সাগরদিঘির বসন্তি বুড়ি মা তলায়। বিজ্ঞান মঞ্চের কর্মীরা অবশ্য এর ব্যাখ্যা দিয়েছেন। তাঁদের দাবি মাটির নীচে বিভিন্ন যৌগ রয়েছে। দুই বা একাধিক যৌগের মিশ্রণে সাদা দুধের মতো সাদা রঙ, বা লাল সবুজ রঙের সৃষ্টি হয়। এটা কোনও অলৌকিক ঘটনা নয়। নমুনা পরীক্ষা করলে গোটা বিষটি স্পষ্ট হবে।

মুর্শিদাবাদ জেলা বিজ্ঞান মঞ্চ শাখার কার্যকরী সভাপতি সজল বিশ্বাস বলেন, ‘মাটির নীচে থাকা অনেক যৌগের বিক্রিয়ার ফলে এই ধরনের তরল বের হতেই পারে। এতে অবাক হওয়ার কিছু নেই। নমুনা নিয়ে পরীক্ষা করলেই বিষয়টি বোঝা যাবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *