Suvendu Adhikari : ‘মাথা উঁচু করে ফিরব…’, টিম ইন্ডিয়াকে ভরসা জোগালেন শুভেন্দু – suvendu adhikari bjp mla supports team india after losing at cricket world cup final


World Cup Final : অস্ট্রেলিয়ার কাছে লজ্জার হার ভারতের। দেশের মাটিতে ভারতকে দুরমুশ করল হলুদ জার্সির টিম। গোটা দেশের মন ভারাক্রান্ত। এর মধ্যেই ভারতীয় ক্রিকেট টিমের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক নেতৃত্ব, সেলিব্রিটিরা। এবার ভারতীয় টিমের পাশে দাঁড়িয়ে বার্তা দিলেন শুভেন্দু অধিকারীর।

কী বললেন শুভেন্দু?

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, আমরা হয়তো আজ জিততে পারিনি। কিন্তু পুরো টুর্নামেন্টে আমাদের খেলোয়াড়দের পারফরম্যান্স ছিল অসাধারণ। খেলাধূলার পাশাপাশি জীবনেও; আপনি কিছু জেতেন এবং আপনি কিছু হারান। বিশ্বকাপ জয়ের জন্য অস্ট্রেলিয়া দলকে অভিনন্দন। তাঁরা আজকের সেরা দল ছিল। আমাদের ভারতীয় টিমের জন্য গর্বিত। আমরা আমাদের মাথা উঁচু করে ধরে শক্তিশালী হয়ে ফিরে আসব।

প্রধানমন্ত্রীর বার্তা

ভারতীয় টিমের হারের পর দলের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ভারতীয় দলের উদ্দেশ্যে জানান, ডিয়ার টিম ইন্ডিয়া! গোটা বিশ্বকাপ জুড়ে ভারতীয় টিমের প্রতিভা এবং সংকল্প ছিল লক্ষণীয়। টিমের প্লেয়ারদের উদ্দেশে মোদী জানান, অসামান্য উদ্যমে খেলেছেন এবং দেশবাসীকে গর্বিত করেছেন। আমরা আজ এবং সবসময় আপনাদের পাশে রয়েছি।

অস্ট্রেলিয়া টিমকে অভিবাদন

পাশাপাশি অস্ট্রেলিয়ায় টিমকেও অভিবাদন জানান মোদী। তিনি জানান, বিশ্বকাপে দুর্দান্ত জয়ের জন্য শুভেচ্ছা টিম অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া টিমকে মোদী জানান, টুর্নামেন্ট জুড়ে পারফরম্যান্স ছিল অনবদ্য। সেই কারণেই দুর্দান্ত একটি জয়ের দিকে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া টিম। ট্রাভিস হেড আজকের অসামান্য প্রদর্শনের জন্য অভিনন্দন জানান তিনি।

Mahua Moitra : ‘এখনও তোমাদেরকে ভালবাসি’, ভারতীয় দলকে ঘুরে দাঁড়ানোর বার্তা মহুয়ার
রবিবার আহমেদাবাদ স্টেডিয়ামে ভারতকে হারিয়ে ষষ্ঠ বিশ্বকাপ জিতে নেয় টিম অস্ট্রেলিয়া। যদিও চলতি বিশ্বকাপে নিজেদের ঘরের মাঠে গ্রুপের খেলা থেকে সেমি ফাইনাল পর্যন্ত টানা ১০ ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া। স্বাভাবিকভাবেই ফাইনালেও চূড়ান্ত জয়ের ব্যাপারে আশাবাদী ছিল সকলেই। কিন্তু ফাইনাল ম্যাচে পুরোপুরি ব্যর্থ হয় টিম ইন্ডিয়া। টসে জিতে টিম ইন্ডিয়াকে ব্যাটিং করতে পাঠায় অস্টেলিয়া। প্রথমত ভালো শুরু করলেও অর্ধ শতরানের আগেই আউট নিয়ে যান ক্যাপ্টেন রোহিত শর্মা। কোহলি, কে এল রাহুলের অর্ধ শতরানের পরেও টিমের রান দাঁড়ায় মাত্র ২৩৯ রানে। সহজ টার্গেট ছিল অস্টেলিয়ার। প্রথমে তিনটি উইকেট পড়লেও মিডল অর্ডার ব্যাটসম্যানরা খেলা ধরে নেন। অবশেষে সহজ জয় হয় ভারতের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *