Suvendu Adhikari : ‘সিন্ডিকেট এখনও চলছে…’, অবৈধ কয়লা খাদান নিয়ে রাজ্যকে দুষলেন শুভেন্দু – suvendu adhikari criticises state police for not controlling illegal coal mine at asansol


আসানসোলে অবৈধ কয়লা খাদানে শ্রমিকের মৃত্যুতে রাজ্য সরকারকেই দুষলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি, কয়লা খনি অঞ্চলে সিন্ডিকেট রাজ বজায় থাকার জন্য ECL-এর একাংশকেও দায়ী করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। সিবিআইয়ের তদন্তের পরেও এখনও কয়লা খনি অঞ্চলে সিন্ডিকেট চলছে বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী।

কী জানালেন শুভেন্দু?

আসানসোলের একটি অনুষ্ঠান থেকে শুভেন্দু এদিন জানান, সিবিআইয়ের এত কর্মকাণ্ডের পরেও এই অঞ্চলে কয়লা দুর্নীতির সিন্ডিকেট চলছে। তিনি জানান, দুর্গাপুর, রানিগঞ্জ, আসানসোল এই রাজ্যের অন্যতম কয়লা উত্তোলনের জন্য বিখ্যাত এলাকা। কিন্তু কিছু বছর যাবৎ এই এলাকা এখন কয়লা কেলেঙ্কারির জন্য বিখ্যাত হয়েছে। তিনি বলেন, ‘এই সিন্ডিকেট এত বড় সিবিআইয়ের অ্যাকশন হওয়ার পরেও বন্ধ হয়নি। যেন নতুন বোতলে পুরনো মদ।’ স্থানীয় পুলিশ, তৃণমূল নেতাদের সমঝোতায় সিন্ডিকেট চলছে বলে তাঁর দাবি।

ECL কেও আক্রমণ

পাশাপাশি, ECL এর অধিকাংশ কয়লা খনিতে স্থানীয় মানুষ কাজ পাচ্ছেন না। অর্থের বিনিময়ে বাইরে থেকে লোক নিয়ে এসে কাজ করানো হচ্ছে বলে দাবি করেন শুভেন্দু। তিনি বলেন, ‘ দুর্ভাগ্যজনক হলেও সত্যি! ECL-এর একাংশ আধিকারিকরা এখানকার শাসক দলের নেতাদের চাপে পড়ে এই ধরনের বেআইনি কাজে যুক্ত রয়েছে।’ কয়লা খনিগুলিতে স্থানীয় মানুষ কাজ পায় না বলে অনেকেই অবৈধ খাদান গুলিতে কাজ করতে বাধ্য হচ্ছেন। সেই কারণে অনেক শ্রমিকের মৃত্যু হচ্ছে, বলে দাবি শুভেন্দু অধিকারীর।
তবে বেআইনি খাদানগুলিতে শ্রমিকের মৃত্যুর কারণে রাজ্য পুলিশের একাংশেকেও দায়ী করেন শুভেন্দু। তাঁর কথায়, ECL এর অনুমোদিত কয়লা খনি ছাড়া বাকি খাদানগুলিতে CRPF-এর রক্ষার কোনও অধিকার থাকে না। সেক্ষেত্রে রাজ্য পুলিশ বেআইনি খাদান রুখতে কোনও ব্যবস্থা নেয়নি। এমনকি, কয়লা খাদান কেলেঙ্কারিতে একাধিক রাজ্য পুলিশ কর্তার নাম জড়িয়েছে বলেও জানান তিনি।

Suvendu Adhikari : ‘ভয়ঙ্কর ও লজ্জাজনক…’, মালদায় অ্যাম্বুল্যান্সের অভাবে গৃহবধূ মৃত্যুর ঘটনায় সমালোচনা শুভেন্দুর
রবিবার আসানসোলে নারানকুড়ি কয়লা খাদানে কর্মরত অবস্থায় মৃত ৭ শ্রমিক আর্থিক সাহায্যের জন্য একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। সেখানেই কয়লা খাদান এবং শ্রমিক মৃত্যু নিয়ে রাজ্যকে একহাত নেন তিনি। পাশাপাশি, আগামী ডিসেম্বর মাসে কেন্দ্রীয় কয়লা মন্ত্রীকে রাজ্যে আসার ব্যাপার আহ্বান জানিয়েছেন তিনি। আগামী দিনে স্থানীয় বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ বিজেপি নেতৃত্ব কয়লা খনির শ্রমিকদের স্বার্থে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *