World Cup 2023 : ভারতের স্বপ্নভঙ্গ নিয়ে কথা নেই! প্যালেস্তাইন সমর্থককে নিয়ে পোস্ট করে সমালোচনার মুখে সূর্য – suryakanta mishra shares a post supporting palestine free slogan at world cup final faced huge criticism


ঘড়ির কাঁটায় ঠিক ৯টা বেজে ২১ মিনিট। ম্যাচ শেষ-জয়ের হাসি হাসছেন কামিন্সরা। গোটা ভারতের মন খারাপ। সকলেই বিরাটদের পাশে এসে দাঁড়াচ্ছেন। ভক্তরা ভারাক্রান্ত মন নিয়েই সান্ত্বনাবার্তা দিয়েছেন।

ভারতের হারের ঠিক ২০ মিনিটের মাথায় টুইটার (বর্তমান নাম এক্স) -এ একটি পোস্ট করলেন বাম নেতা সূর্যকান্ত মিশ্র। প্যালেস্তাইনকে সমর্থন করে বিরাটকে জাপটে ধরার চেষ্টা করা যুবকের ছবি পোস্ট করে প্রবীণ এই বাম নেতা লিখেছেন, ‘আজকের প্রাপ্তি। প্যালস্তাইন মুক্ত হবে।’ রবিবার তাঁর এই পোস্টে নিন্দার ঝড় বয়ে যায়। সেই মুহূর্তে কি পোস্টটি নিতান্ত প্রয়োজনীয় ছিল? প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ।

এক নেটিজেনের মন্তব্য, ‘ব্যক্তিগত চিন্তাভাবনা-মতামত থাকতেই পারে। কিন্তু, সবসময় তা ব্যক্ত করা সঠিক নাও হতে পারে। কিছু মুহূর্ত আবেগ দিয়ে বিবেচনা করাই ভালো।’ মাঠের মধ্যে বেআইনি অনুপ্রবেশের চেষ্টা করা ব্যক্তির ছবি দিয়ে ‘প্রাপ্তি’ লেখা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।

এদিন প্রথম ইনিংসে বিরাট কোহলি এবং রোহিত শর্মা ব্যাট করার সময় আচমকাই ছুটে আসেন এক ব্যক্তি। শুধু তাই নয়, বিরাট কোহলিকে জাপটে ধরার চেষ্টাও করেন তিনি। এরপর নিরাপত্তারক্ষীরা মাঠে ঢুকে সরিয়ে নিয়ে যায় তাঁকে। এই ঘটনায় হকচকিয়ে যান সকলেই। খেলার মধ্যে শুধু মনসংযোগে বিঘ্ন নয়, ক্রিকেটারদের সুরক্ষার উপরেও বড় প্রশ্ন তুলে দিয়েছে এই ঘটনা। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

তাঁর পরনে ছিল সাদা টি শার্ট এবং লাল একটি শর্টস। তাঁর টি শার্টে লেখা ছিল, ‘প্যালেস্তাইনকে আজাদ কর।’ ওই ব্যক্তির মুখ মাস্কে থাকায় তাকে দেখতে পাওয়া যায়নি। সূত্রের খবর, অহমেদাবাদ পুলিশ গ্রেফতার করেছে ওই যুবককে। নিজেকে অস্ট্রেলিয়ার নাগরিক বলে পরিচয় দেন তিনি। ওই ব্যক্তির নাম জন। বাবা চিনের নাগরিক হলেও মা প্যালেস্তাইনের বাসিন্দা । তাঁকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Free Palestine Slogan At World Cup Final : মাঠে ঢুকে বিরাটকে আলিঙ্গনের চেষ্টায় গ্রেফতার, প্যালেস্তাইন সমর্থক যুবকের পরিচয় জানুন
বিশ্বকাপের মাঠ, যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে শাহরুখ খানরা এবং দুই দেশের জাতীয় দলের ক্রিকেটাররা সেখানে কী ভাবে ওই ব্যক্তি প্রবেশ করল! তা নিয়ে বড় প্রশ্ন উঠছে।

তাৎপর্যপূর্ণভাবে ওই ব্যক্তির ছবিই পোস্ট করেছেন বাম নেতা সূর্যকান্ত মিশ্র। পরে অবশ্য তিনি একটি পোস্ট করেন। যেখানে তিনি লিখেন, ‘উই শ্যাল ওভারকাম।’ ভারতীয় টিমের মনোবল বাড়ানোর জন্য দেন বার্তাও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *