World Cup Final : ভারত জিতলে ফ্রিতে বিরিয়ানি, কোথায় চলছে এই বিশেষ অফার? – free biryani with tea has been arranged on the occasion of world cup in kashipur


প্রশান্ত ঘোষ, ভাঙড়
আর কয়েক ঘণ্টা পরেই রুদ্ধশ্বাস ম্যাচ। বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় ভারত। গোটা দেশ জুড়ে চলছে বিশ্বজয়ের প্রস্তুতি। আর এই মূহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য পাড়ায় পাড়ায় চলছে প্রস্তুতি। বেশিরভাগ জায়গায় সবাই মিলে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে চলছে খেলা দেখার প্রস্তুতি। অনেকেই খেলা দেখার সঙ্গে বিনামূল্যে চা, বিস্কুটের আয়োজন করেছেন। একধাপ এগিয়ে বেশ কিছু ক্লাব বিরিয়ানি রান্না করছে। যা ক্লাবে খেলা দেখতে আসা দর্শকদের সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। বেশ কিছু জায়গায় আবার হোম যজ্ঞেরও ব্যবস্থা করা হয়েছে। নরেন্দ্রপুরের গ্রিন পার্কে ভারতের জন্য যজ্ঞ করেন স্থানীয়রা।

অনুগামীদের আব্দারে ভাঙড় কলেজের ছাত্রনেতা সাবিরুল ইসলামের উদ্যোগে আজ ভাঙড় কলেজ মাঠে জায়ান্ট স্ক্রিন, চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে। কয়েকশো দর্শক সেখানে খেলা দেখবেন। খেলা চলাকালীন দফায় দফায় চা, স্ন্যাক্স দেবেন উদ্যোক্তারা। কাশীপুর শেষ মোড়ে আবার চায়ের সঙ্গে বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছে। তবে শর্ত আছে। খেলার শেষে ওই বিরিয়ানি পাওয়া যাবে।

এ জন্য ক্লাবের সদস্য বা স্থানীয় না হলেও চলবে। পথ চলতি মানুষও যদি শেষ পর্যন্ত খেলা দেখেন তাহলে তাঁরাও পাবেন ফ্রি চিকেন বিরিয়ানি। কাশীপুরের একটি ক্লাবের সম্পাদক নাজিব মোল্লা বলেন, ‘স্ক্রিন প্রোজেক্টরের চাহিদা বেড়ে গেছে। ভাঙড়ে যা ছিল সব বুক হয়ে গেছে। তাই দ্বিগুণ ভাড়া দিয়ে বাগুইআটি থেকে একটা স্ক্রিন ও প্রোজেক্টর নিয়ে এসেছি।’

নিউ টাউন লাগোয়া হাতিশালাতেও জায়ান্ট স্ক্রিন লাগিয়ে খেলা দেখার ব্যবস্থা করেছেন এক তৃণমূল নেতা। সাধারণ মানুষের জন্য পানীয় জল, চায়ের ব্যবস্থা করা হয়েছে। জায়গাটা বেলুন, দেশের পতাকা দিয়ে সাজানো হচ্ছে। নেতার ঘনিষ্ঠরা জানিয়েছেন, ভারত কাপ পেলে দর্শকদের হাতে ভারতীয় জার্সি, টুপি দান করা হবে। ভাঙড়ের ক্রিকেটার জয়দীপ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমাদের দেশ যে ভাবে প্রতিটি ম্যাচ সাফল্যের সঙ্গে জিতে ফাইনালে গিয়েছে তাতে এমন উন্মাদনা স্বাভাবিক।’

রাজারহাট এলাকার বিভিন্ন ক্লাবেও বিশ্বকাপ ফাইনালের দিন নানা আয়োজন করা হয়েছে। ক্লাব সাজানো গোছানোর পাশাপাশি ভারতীয় ক্রিকেটারদের কাটআউট, পোস্টারে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। পত পত করে জাতীয় পতাকা উড়ছে ক্লাব চত্বরে। সকাল থেকে খেলা শুরুর আগে পর্যন্ত দেশভক্তির গান বাজবে মাইকে। একটি ক্লাবের সভাপতি মৃত্যুঞ্জয় মণ্ডল বলেন, ‘সেলিব্রেশনের জন্য প্রচুর আয়োজন করা হয়েছে। আতসবাজিও মজুত করা হয়েছে। এখন শুধু জেতার অপেক্ষা।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *