এদিন গ্যালারিতে শাহরুখ খানের বাম দিকে বসেছিলেন জয় শাহ এবং ডান দিকে বলেছিলেন আশা ভোঁসলে। এছাড়াও একই গ্ল্যালারিতে ছিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও। অন্যদিকে, সদগুরু এবং রাজীব শুক্লও ছিলেন গ্ল্যালারিতে। আর তাঁদের মাঝে বসেই ম্যাচ উপভোগ করতে দেখা গেল বাংলার এই সাংসদকে।
নিশীথ প্রামাণিকের ডান দিকে দেখা গিয়েছে দেবজিৎ সাইকিয়াকে। মাত্র দুটি আসন দূরে বসেছিলেন সচিন এবং সদগুরু। তাঁর বেশ কিছু ভাইরাল ছবিতে দেখা গিয়েছে নিশীথের নজর ছিল ২২ গজে। কয়েকটি ক্লিপিংসে দেখা গিয়েছে, সামান্যতম নজর তিনি বিরাট-কে এল রাহুলের থেকে সরাচ্ছেন না তিনি।
ক্রিকেটের বড় ভক্ত নিশীথ প্রামাণিক। বিশ্বকাপের ম্যাচগুলি নিয়মিত দেখছেন তিনি। নজর সরেনি বিরাট-সামিদের থেকে। আজ রোহিত-কোহলিদের বিশ্বকাপ সফরে সবথেকে বড় চ্যালেঞ্জ। আর এই দিন তাঁদের মনোবল বাড়ানোর জন্য নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বিনোদন জগতের বহু তারকা।
আর এই বিশ্বযুদ্ধ কোনওভাবেই মিস করতে চাননি নিশীথ। এখন কাপ কার হাতে ওঠে, সেই দিকেই সব নজর। এদিন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন দীপিকা পাডুকোন এবং রণবীর সিং। তাঁদের সঙ্গে ছিলেন প্রকাশ পাডুকোন এবং দীপিকার বোনও। এছাড়াও আথিয়া শেট্টি থেকে শুরু করে অনুষ্কা শর্মারা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত ছিলেন।
ভারতীয় ক্রিকেট টিম পরপর তিনটি উইকেট হারানোর পর মাঠে নামেন কে এল রাহুল। অন্যদিকে, গ্ল্যালারিতে পাশাপাশি বসেছিলেন অনুষ্কা শর্মা এবং আথিয়া শেট্টি। মাঠে যখন পার্টনারশিপ গড়ে তুলতে চাইছিলেন রাহুল এবং বিরাট সেই সময় তাঁদের ‘গিন্নি’-দের বেশ কিছুক্ষণ গল্প গুজব করতে দেখা গিয়েছিল।
এই দৃশ্য দেখে সঞ্চালকও নিজের কৌতুহল চেপে রাখতে পারেননি। তিনি রসিকতার সঙ্গে জিজ্ঞাসা করে নেন, ‘আমার জানতে ইচ্ছে হচ্ছে তারা কি ক্রিকেট নিয়ে কথা বলছেন!’ উল্লেখ্য, এদিন হাফ সেঞ্চুরি করেন বিরাট। প্যাট কমিন্সের বলে বোল্ড আউট হয়ে ফিরতে হয়েছে বিরাটকে।