World Cup Live : পাশে সচিন, পিছনে শাহরুখ-আশা-জয় শাহ! ফাইনালের ‘VIP গ্ল্যালারি’-তে বাংলার নিশীথ – nisith pramanik is watching world cup match with shah rukh khan jay shah sachin tendulkar


অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চাঁদের হাট। ২২ গজে মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া। আর বিশ্বকাপের এই মহারণ দেখার জন্য ময়দানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। এদিন গ্ল্যালারিতে উপস্থিত ছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। বাদশার গ্ল্যালারির সামনের আসনেই এদিন বসে খেলা দেখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা দিনহাটার সাংসদ নিশীথ প্রামাণিক।

এদিন গ্যালারিতে শাহরুখ খানের বাম দিকে বসেছিলেন জয় শাহ এবং ডান দিকে বলেছিলেন আশা ভোঁসলে। এছাড়াও একই গ্ল্যালারিতে ছিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও। অন্যদিকে, সদগুরু এবং রাজীব শুক্লও ছিলেন গ্ল্যালারিতে। আর তাঁদের মাঝে বসেই ম্যাচ উপভোগ করতে দেখা গেল বাংলার এই সাংসদকে।

নিশীথ প্রামাণিকের ডান দিকে দেখা গিয়েছে দেবজিৎ সাইকিয়াকে। মাত্র দুটি আসন দূরে বসেছিলেন সচিন এবং সদগুরু। তাঁর বেশ কিছু ভাইরাল ছবিতে দেখা গিয়েছে নিশীথের নজর ছিল ২২ গজে। কয়েকটি ক্লিপিংসে দেখা গিয়েছে, সামান্যতম নজর তিনি বিরাট-কে এল রাহুলের থেকে সরাচ্ছেন না তিনি।

ক্রিকেটের বড় ভক্ত নিশীথ প্রামাণিক। বিশ্বকাপের ম্যাচগুলি নিয়মিত দেখছেন তিনি। নজর সরেনি বিরাট-সামিদের থেকে। আজ রোহিত-কোহলিদের বিশ্বকাপ সফরে সবথেকে বড় চ্যালেঞ্জ। আর এই দিন তাঁদের মনোবল বাড়ানোর জন্য নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বিনোদন জগতের বহু তারকা।

আর এই বিশ্বযুদ্ধ কোনওভাবেই মিস করতে চাননি নিশীথ। এখন কাপ কার হাতে ওঠে, সেই দিকেই সব নজর। এদিন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন দীপিকা পাডুকোন এবং রণবীর সিং। তাঁদের সঙ্গে ছিলেন প্রকাশ পাডুকোন এবং দীপিকার বোনও। এছাড়াও আথিয়া শেট্টি থেকে শুরু করে অনুষ্কা শর্মারা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত ছিলেন।

Virat Anushka Daughter: বাবার খেলা দেখতে হাজির খুদে ভামিকা! বিশ্বকাপ জয় দেখতে মায়ের কোলে ‘বিরাট’ অপেক্ষায় কন্যা?
ভারতীয় ক্রিকেট টিম পরপর তিনটি উইকেট হারানোর পর মাঠে নামেন কে এল রাহুল। অন্যদিকে, গ্ল্যালারিতে পাশাপাশি বসেছিলেন অনুষ্কা শর্মা এবং আথিয়া শেট্টি। মাঠে যখন পার্টনারশিপ গড়ে তুলতে চাইছিলেন রাহুল এবং বিরাট সেই সময় তাঁদের ‘গিন্নি’-দের বেশ কিছুক্ষণ গল্প গুজব করতে দেখা গিয়েছিল।

বিশ্বকাপের উত্তেজনায় ফুটছে মহানগর!

এই দৃশ্য দেখে সঞ্চালকও নিজের কৌতুহল চেপে রাখতে পারেননি। তিনি রসিকতার সঙ্গে জিজ্ঞাসা করে নেন, ‘আমার জানতে ইচ্ছে হচ্ছে তারা কি ক্রিকেট নিয়ে কথা বলছেন!’ উল্লেখ্য, এদিন হাফ সেঞ্চুরি করেন বিরাট। প্যাট কমিন্সের বলে বোল্ড আউট হয়ে ফিরতে হয়েছে বিরাটকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *