BGBS 2023 : ‘CBI-এর ভয়ে বিজেপিতে…’, শিল্প সম্মেলনের সমালোচনা করায় শুভেন্দুকে খোঁচা কুণালের – kunal ghosh tmc leader criticises suvendu adhikari for his statement on bengal global business summit 2023


রাজ্য সরকার কতৃক আয়োজিত শিল্প সম্মেলন নিয়ে আক্রমণ শানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটা করে শিল্প সম্মেলনের আয়োজন প্রতি বছর হলেও ‘ বিনিয়োগ শূন্য’ বলে দাবি করেছেন শুভেন্দু। পালটা তৃণমূল নেতা কুণাল জানালেন, ‘সিবিআইয়ের হাত থেকে বাঁচতে বিজেপিতে গিয়েছে শুভেন্দু। সেই কারণে এরকম ভুলভাল মন্তব্য করে যাচ্ছেন।’

কী বলেছিলেন শুভেন্দু?

শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে এদিন জানান, ‘এই বিজিবিএস সামিট আদৌ কোনও ব্যবসা সম্পর্কিত নয়। গ্লোবাল বা বিশ্বজনীন হওয়ার থেকে অনেক দূরে। এটা আদতে একটা চমক যেটা বাংলার মানুষের সামনে তুলে ধরা হবে।’ তিনি প্রশ্ন তোলেন, মুখ্যমন্ত্রী কি পশ্চিমবঙ্গের জনগণকে জানাবেন, প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ কত? 15.7 লাখ কোটি টাকার বিনিয়োগ কোথায় হয়েছে? বিজিবিএস এর আগের ৬টি সংস্করণ আদৌ বাস্তবায়িত হয়েছে? এই ধরনের বিনিয়োগের কারণে যারা চাকরি পেয়েছেন তাদের তালিকা সহ এটি কোথায় বাস্তবায়িত হয়েছে তা প্রকাশ করুন বলে আর্জি জানান শুভেন্দু।

পালটা কুণাল কী বলেন?

কুণাল জানান, ‘ আমাদের যে শিল্প সম্মেলন হচ্ছে, তাতে বাংলায় খুব বড় বিনিয়োগ আসতে চলেছে। শেষ পাঁচ বছর ধরেই বিনিয়োগ আসছে। এমনকি, কর্ম সংস্থানও বাড়ছে। শুভেন্দু অধিকারী যেটা বলছেন, সেটা সিবিআইয়ের ভয়ে বিজেপিতে যাওয়ার পর ভুলভাল বলছেন।’ একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে কুণাল জানান, সিবিআইয়ের খাতায় নাম রয়েছে শুভেন্দু অধিকারীর। সেই কারণেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছেন তিনি। সেই কারণে রাজ্যের শিল্প সম্মেলনকে কালিমালিপ্ত করতে এইসব মন্তব্য করা হচ্ছে।

Suvendu Adhikari : বার্ধক্যভাতা প্রদানেও ‘কারাসাজি’ রাজ্যের! বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
শিল্প সম্মেলন

উল্লেখ্য, আগামী ২১ ও ২২ নভেম্বর শিল্প সম্মেলনের আয়োজন করা হচ্ছে কলকাতায়। ২৮টি দেশ এই শিল্প সম্মেলনে অংশগ্রহণ করতে রাজি হয়েছেন বলে জানানো হয়েছে। আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি ও তাঁর পুত্র কর্ণ আদানি উপস্থিত থাকতে পারেন এই সম্মেলনে বলে জানানো হয়েছে। আইটিসি, অম্বুজা নেওটিয়া, হীরনন্দানি গ্রুপের আধিকারিকরা এই সম্মেলনে উপস্থিত থাকতে পারেন বলে জানানো হয়েছে। ইংল্যান্ড, জার্মানি , রোয়ান্ডা, ফিজি, দক্ষিণ কোরিয়া, তাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহি, স্পেন, রাশিয়া, বসনিয়া, আর্মেনিয়া, ফিনল্যান্ডের মতো দেশের প্রতিনিধিরা এই সম্মলেন আসতে পারেন বলে জানানো হয়েছে। তবে এই শিল্প সম্মেলনে থেকে কত বিনিয়োগ আসবে সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *