Dhano Dhanye Auditorium Kolkata : অতিথিদের জন্য বিপুল সুবিধা-ভাড়াও সাধ্যের মধ্যে, কী ভাবে বুক করবেন ধনধান্য অডিটোরিয়াম? – dhano dhanye auditorium how to book know about rent and opening time details


চলতি বছর আলিপুরে ধনধান্য অডিটোরিয়াম উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় সাড়ে চারশো কোটি টাকা ব্যয় করে এই অত্যাধুনিক প্রযুক্তির এই অডিটোরিয়াম তৈরি করা হয়েছে। তা দেখতে কিছুটা শঙ্খের মতো। ধনধান্যের মূল অডিটোরিয়ামে রয়েছে ২০০০ আসন। এছাড়াও ভিতরে আরও দুটি অডিটোরিয়াম রয়েছে। আলিপুরের এই অডিটোরিয়ামে অত্যাধুনিক সুবিধা রয়েছে।

ধনধান্য অডিটোরিয়ামে ভাড়া
অনেকেই অনুষ্ঠান বা কনফারেন্সের জন্য এই অত্যাধুনিক অডিটোরিয়াম ভাড়া করতে চান। ধন্যধান্যের ক্ষেত্রে মেন অডিটোরিয়াম দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ফ্লোরে অবস্থিত। আর এই তিনটি ফ্লোরের ভাড়া দৈনিক এক লাখ ৪০ হাজার। সঙ্গে জিএসটি। মিনি অডিটোরিয়ামটি অবস্থিত প্রথম এবং দ্বিতীয় ফ্লোরে। সেখানে ৫৪০ জন মতো উপস্থিত থাকতে পারেন।

সেখানে দৈনিক ৬০ হাজার টাকা ভাড়া। সঙ্গে জিএসটি। এছাড়াও গ্রাউন্ড ফ্লোরে রয়েছে স্ট্রিট থিয়েটার। সেখানে ৪০০ জনের জায়গা রয়েছে। সেখানে দৈনিক ভাড়া ২৫ হাজার। সঙ্গে জিএসটি। ব্যাঙ্কোয়েট হল-৩ যা গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত শেখানে ২৫০ জন মানুষের ব্যবস্থা রয়েছে। এই অংশের ভাড়া ৫০ হাজার। সঙ্গে জিএসটি।

এছাড়াও ব্যাঙ্কোয়েট ৪ এবং ৫ নম্বরের ভাড়া যথাক্রমে ৫০ হাজার দৈনিক। সঙ্গে জিএসটি। সেখানে যথাক্রমে ২৫০ জনের ব্যবস্থা থাকছে। বোর্ডরুমে ৫০ জন সর্বাধিক বসতে পারেন। ধনধান্যের এই অংশের জন্য দৈনিক ভাড়া যথাক্রমে ২০ হাজার।

দ্বিতীয় ফ্লোরে রয়েছে দুইটি লাউঞ্জ। সেখানে ১৫০ জনের বন্দোবস্ত রয়েছে। দৈনিক ২৫ হাজার টাকা ভাড়া নেওয়া হয় এই অংশের জন্য। গ্রাউন্ড, ফার্স্ট এবং সেকেন্ড ফ্লোরে তিনটি ডরমেটারি রয়েছে। যেই অংশের জন্য ভাড়া নেওয়া হয় বেড পিছু ৫০০ টাকা। পাশাপাশি গেস্ট রুম (সিঙ্গল)এক ব্যবস্থাও রয়েছে। সেখানে ভাড়া ১৫০০ টাকা। আর এই ভাড়াগুলির সঙ্গে জিএসটি প্রযোজ্য।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শিল্পীদের থাকার জন্য ডরমেটরির ব্যবস্থা করা হয়েছে।’ এই অডিটোরিয়ামের জন্য ফ্রান্স থেকে আনা বিশেষ জিঙ্ক শিট ব্যবহার করা হয়, জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধনধান্য স্টেডিয়াম তৈরির জন্য ৩৭০০ মেট্রিকটন স্টিল লেগেছিল। পাশাপাশি আয়ারল্যান্ডের থেকে আনা হয়েছিল বিশেষ আলো। মোট চার একর জমির উপর এই স্টেডিয়ামটি তৈরি করা হয়েছে।

রাজ্যের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু এই অডিটোরিয়াম। অডিটোরিয়ামের ভাবনাটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা থেকেই তৈরি করা হয়। ২০১৮ সালে এই অডিটোরিয়ামটির কাজ শুরু হয়েছিল এবং তা শেষ হয় ২০২৩ সালে।

কী ভাবে বুকিং?

এই সমস্ত বিস্তারিত তথ্যের জন্য wbhidcoltd@gmail.com/info@wbhidco.in-এ মেল করা যেতে পারে। এছাড়াও www.wbhidcoltd.com-এ জানা যাবে তথ্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *