ICC World Cup IND vs AUS: ভারত বিশ্বকাপ হারার পরেই শোকে আত্মঘাতী তরুণ, বাঁকুড়ার গ্রামে শোকের ছায়া – bankura youth take extreme step after india defeated by australia in world cup final


২০০৩-এর ফাইনালেরই যেন পুনঃসম্প্রচার। ওয়ান্ডার্সের বদলা নেওয়া হল না নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। কামিন্স-হেডের দাপটে স্বপ্নভঙ্গ রোহিত, বিরাট, শামিদের। ক্রিকেট নায়কদের সঙ্গে সঙ্গে দুঃখে কান্নায় ভেঙে পড়েন ১৪০ কোটি ভারতবাসীও। এত দুর্দান্ত একটা দলের শেষ মুহূর্তে কাপ হারানোর ঘটনা যেন কেউই মেনে নিতে পারছেন না। হলদে দাপটে ফ্যাকাশে ‘ব্লিড ব্লু’। কিন্তু খেলায় তো হার-জিত আছেই। কঠিন হলেও হারকে মেনে নেওয়া আবার ভারতীয় দল লড়বে নতুন উদ্যমে। কিন্তু, এই বিশ্বকাপ ম্যাচের দিনই এমন ঘটনা ঘটল বাঁকুড়ায়, যে সবাই স্তম্ভিত। ম্যাচ শেষের পর উদ্ধার হল এক ক্রিকেটপ্রেমী যুবকের দেহ।

রবিবার রাতে বাঁকুড়ার বেলিয়াতোড় গ্রামে ভারত অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই এক যুবকের মৃতদেহ উদ্ধারে ছড়ায় চাঞ্চল্য। বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারতের পরাজয় মেনে নিতে না পেরে আত্মহত্যা করেছেন তিনি, বলে দাবি ওই যুবকের পরিবারের। মৃতের নাম রাহুল লোহার। বয়স তেইশ বছর।

স্থানীয় সূত্রে খবর, এলাকায় ‘ক্রিকেট পাগল’ হিসেবেই পরিচিত ছিল বেলিয়াতোড় সিনেমা হল এলাকার বাসিন্দা রাহুল লোহার। একটি কাপড় দোকানে কাজ করত সে। তার আয়েই সংসার চলত তাদের। বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারতের পরাজয় মেনে না পেরে ওই দিন রাতে খেলা শেষে বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সে, এমনটাই স্থানীয়দের তরফে দাবি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃতের জামাই বাবু উত্তম শূর বলেন,’ক্রিকেট বিশ্বকাপের ফাইন্যালে অস্ট্রেলিয়ার কাছে পরাজয় মেনে নিতে না পেরেই রাহুল বাড়িতেই গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করে। ওই ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না।’ বিষয়টি জানতে পেরে রাতেই তিনি শ্বশুর বাড়িতে এসেছেন বলে পুলিশকে জানান।

পরে পুলিশ খবর পেয়ে রাতেই মৃতদেহটি উদ্ধার করে। বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সির্দ্ধার্থ দর্জি টেলিফোনে বলেন, ‘তদন্ত শেষ না পর্যন্ত এ বিষয়ে কিছুই বলা সম্ভব নয়, তদন্ত চলছে।’ পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। তবে এভাবে যুবকের মৃত্যুতে ছড়িয়েছে চাঞ্চল্য। ভারতের হারের কারণে এমন চরম পদক্ষেপ নেবে কেউ ভাবতেই পারেনি। ভারতের এমন ভাবে হেরে যাওয়াতে কষ্ট পেয়েছেন সমস্ত ক্রিকেটপ্রেমী মানুষই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *