Jagadhatri Puja 2023: চিনের বুদ্ধ মন্দির থেকে ডিজনিল্যান্ড, কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় চোখ ধাঁধানো থিমগুলি দেখে নিন – krishnanagar jagadhatri puja 2023 20 november 2023 eight best puja pandal theme details are here


দুর্গাপুজো, কালীপুজো পেরিয়ে হাজির জগদ্ধাত্রী পুজো। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর পাশাপাশি বিশ্ব জোড়া খ্যাতি কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোরও। রাজা কৃষ্ণচন্দ্রের হাতে শুরু হওয়া জগদ্ধাত্রী পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে কৃষ্ণনগরের কয়েকশো বছরের ইতিহাস। সাবেকি পুজোর সঙ্গে পাশাপাশি এবছর কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় বিগ বাজেটের থিম। রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত নদীয়ার কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোতেও লেগেছে থিমের হাওয়া। প্রতিমায় সাবেকিয়ানার পাশাপাশি থিমে মজেছে কৃষ্ণনগর। দেখে নিন এবছর কৃষ্ণনগরের সেরা পুজো কোনগুলি এবং কী তাদের থিম।

কৃষ্ণনগর স্বীকৃতি ক্লাব
প্রতিবারই প্যান্ডেলে দর্শনার্থীদের নজর কাড়ে। এবছর বিশ্ব শান্তির বার্তাই এবছর তাদের থিমের মূল। চায়নার একটি বুদ্ধ মন্দিরের আদলে এবারে তৈরি হয়েছে তাদের পুজো মণ্ডপ। তাদের জগদ্ধাত্রী পুজোর বাজেট ১৫ লাখ টাকা।

রাধানগর অন্নপূর্ণা বারোয়ারী
প্রতিবারই শহরের একটু বাইরে যারা অন্যরকম ভাবে তাদের মণ্ডপ সাজানোর চেষ্টা করে রাধানগর অন্নপূর্ণা বারোয়ারী। এবারে তাদের থিম কাশী বিশ্বনাথ। যা করতে খরচ হয়েছে ১৬ লাখ টাকার কাছাকাছি। বাঙালির অন্যতম প্রিয় তীর্থক্ষেত্রের আদলে তৈরি মণ্ডপে নামবে জনতার ঢল বলে অনুমান।

ঘূর্ণি বকুলতলা বারোয়ারী
কৃষ্ণনগরের অন্যতম জনপ্রিয় পুজো হল ঘূর্ণি বকুলতলা বারোয়ারী। এবছর তাদের থিম সহজ পাঠ। ‘ছোট খোকা বলে অ-আ’ সহ সহজ পাঠের চির পরিচিত ছবি ও লেখায় সাজবে এই মণ্ডপ। তাদের এই বছর পুজোর বাজেট প্রায় ১২ লাখ টাকার কাছাকাছি বলে জানা গিয়েছে।

কৃষ্ণনগর কলেজ স্ট্রিট পাড়া বারোয়ারী
কৃষ্ণনগর কলেজ স্ট্রিট পাড়া বারোয়ারীর থিম উৎসবের বাংলা। মণ্ডপে ফুটিয়ে তোলা হবে বাংলায় পালিত বিভিন্ন উৎসবের চিত্র। তাদেরও পুজোর খরচ প্রায় ১০ লাখ টাকা।

ষষ্ঠী তলা বারোয়ারী
কৃষ্ণনগরের সুপ্রসিদ্ধ আরও একটি বারোয়ারী পুজো ষষ্ঠী তলা। তারা এবার জগদ্ধাত্রী পুজোর থিমে রেখেছে শান্তিনিকেতনের সোনাঝুরির হাট। তাদের ওই বছর জগদ্ধাত্রী পুজোর বাজেট প্রায় দশ লাখ টাকার কাছে।

কৃষ্ণনগর গোলাপট্টি বারোয়ারী
কৃষ্ণনগর গোলাপট্টি বারোয়ারীর থিম ‘সীমানা’। তাদেরও এবছর পুজোর বাজেট ১৩ লাখ টাকা।

Jagadhatri Puja Chandannagar: রাজা কৃষ্ণচন্দ্রের জগদ্ধাত্রী পুজো শুরুর গল্প থেকে অঙ্গদানে সচেতনতা প্রসার, চন্দননগরে লেজার শোয়ে চমক

ঘূর্ণি নবারুণ সংঘ
ঘূর্ণি নবারুণ সংঘ প্রয়াত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়কে স্মরণ করতে এ বছর তাদের ভাবনা ‘স্মরণে সত্যজিৎ’। তাদেরও এ বছর জগদ্ পুজোর বাজেট প্রায় ১২ লাখ টাকার কাছাকাছি।

কৃষ্ণনগরে চৌধুরীপাড়া বারোয়ারী
কৃষ্ণনগরে চৌধুরীপাড়ায় তৈরি হয়েছে এবছরের সবথেকে ট্রেন্ডিং ডিজনিল্যান্ড। দুর্গাপুজো, কালীপুজোর পর এবার জগদ্ধাত্রীতেও মণ্ডপের থিম আমেরিকার বিখ্যাত বিনোদন পার্ক। যার বাজেট প্রায় ১৫ লাখ টাকার কাছাকাছি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *