Teacher Recruitment: পূর্ব মেদিনীপুরে শিক্ষক পদে দ্বিতীয় পর্বের নিয়োগ কবে শুরু? বড় মন্তব্য জেলা শিক্ষা সংসদের চেয়ারম্যানের – purba medinipur primary head teacher recruitment will be done soon


পূর্ব মেদিনীপুর জেলায় শিক্ষকদের পদোন্নতি বিভিন্ন কারণে আটকেছিল দীর্ঘদিন। জটিলতা কাটিয়ে সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলায় প্রাথমিক প্রধান শিক্ষক পদে নিয়োগের প্রক্রিয়া হয়। সেই নিয়োগ স্বচ্ছতার সঙ্গে করা হয়নি বলে অভিযোগ শিক্ষক সংগঠনের।

জেলায় প্রায় দুই হাজার শূন্য প্রাথমিক শিক্ষক পদের নিয়োগপত্র প্রদান করা হয়। বেশকিছু দিন অতিবাহিত হয়ে গেলেও এখনও জেলায় প্রায় ২৫০ জন শিক্ষকের সংশ্লিষ্ট পদে নিয়োগ হয়নি। বেশ কিছু জটিলতার কারণে তাঁদের নিয়োগ হয়নি। বেশ কয়েকজন আদালতের দ্বারস্থ হওয়ার কথাও চিন্তাভাবনা করছে।

সোমবার পূর্ব মেদিনীপুর জেলা বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির ১৫তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় মহিষাদলের রবীন্দ্র পাঠাগার মঞ্চে। সেই সম্মেলনে জেলার প্রতিনিধিদের পাশাপাশি রাজ্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সেই সম্মেলন থেকে রাজ্যে শিক্ষা ব্যবস্থার পাশাপাশি জেলায় প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ নিয়ে সোচ্চার হন সংগঠনের প্রতিনিধিরা।

সংগঠনের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সতীশ সাউয়ের দাবি, ‘রাজ্যের পাশাপাশি জেলার শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের আন্দোলন চলছে। সম্প্রতি জেলায় প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের যে প্রক্রিয়া হয়েছে তা স্বচ্ছতার সঙ্গে হয়নি। দীর্ঘদিন ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত থেকেও প্রধান শিক্ষকের মর্যাদা না দিয়ে নতুন যুবকদের দায়িত্ব দেওয়া, দূরে পাঠানো, কাটমানি নেওয়া সব একাধিক অভিযোগ রয়েছে। এখনও জেলায় প্রায় ২৫০ জন পদে যোগদান করেনি। আমরা খোঁজখবর নিয়ে দেখেছি অনেকেই আদালতের দ্বারস্থ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।’

Calcutta High Court Chief Justice : শিক্ষক, গ্রুপ সি-ডি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা নয়া বেঞ্চ গঠন, কার কাছে গেল মামলা?
শিক্ষক সংগঠনের তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান। তিনি বলেন, ‘নিয়ম মেনেই আমরা নিয়োগপত্র দিয়েছি। বিভিন্ন কারণে অনেকে যোগদান করেননি। খুব শীঘ্রই দ্বিতীয় পর্যায়ে শূন্য পদের নিয়োগ করা হবে। নিয়োগের আগে শিক্ষক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আলোচনার মধ্যদিয়ে নিয়োগপত্র দেওয়া হয়েছে। এছাড়াও সমস্ত ওয়েব সাইটে তথ্য তুলে ধরা হয়েছে যাতে সকলেই তা দেখতে পান। ২০২৪ সালের আগে জেলায় প্রধান শিক্ষকের শূন্য পদগুলিতে নিয়োগ করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা স্বচ্ছতার সঙ্গে কাজ করতে চাই। আর সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।’ উল্লেখ্য, সম্প্রতি সময়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় হয়েছে গোটা রাজ্য। নতুন করে শিক্ষক সংগঠনেক অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *