Udayan Guha : ‘বাড়ি থেকে বের করে পেটানো হবে…’, মন্ত্রী উদয়নের মন্তব্যে বিতর্ক কোচবিহারে – udayan guha tmc minister controversial statement over beating bjp workers at cooch behar


ফের বিতর্কিত মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। বিজেপি নেতা-কর্মীদের বাড়ি থেকে বের করে ‘ পেটানো হবে’ বলে হুঁশিয়ারি দিতে শোনা গেল তাঁকে। তাঁর এই মন্তব্যের জেরে জেলায় শুরু হয়েছে বিতর্ক। মন্তব্যের তীব্র সমালোচনা বিজেপি নেতৃত্বের।

কী ঘটনা ঘটেছে?

একশো দিনের কাজের টাকার দাবিতে সোমবার একটি পদযাত্রায় অংশ নেন তৃণমূল মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি সংলগ্ন এলাকা ভেটাগুড়িতে পদযাত্রা করেন মন্ত্রী। সেখানেই এই মন্তব্য করতে শোনা যায় তাঁকে। তবে তাঁর দাবি, বিজেপির সন্ত্রাসের কারণে তৃণমূল কর্মীরা থাকতে পারছে না। তাঁদের ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। বিজেপি কর্মীরা তৃণমূলের উপর আক্রমণ করলে বিজেপি কর্মীদের বাড়িতে থেকে বের করে এনে পেটানো হবে বলে জানান তিনি।

কী জানালেন উদয়ন?

তৃণমূলের এদিনের মিছিলে লোক সমাগম অনেকটা কম হয়েছে দাবি করা হচ্ছে। কেন লোক সমাগম কম হলো? সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘বিজেপির সন্ত্রাসে তৃণমূল কর্মী থেকে সাধারণ মানুষ বের হতে সাহস পাচ্ছেন না৷’ এরপরই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘ তৃণমূল কর্মীদের ওপর হামলা হলে বিজেপি নেতা কর্মীদের বাড়ি থেকে বের করে পেটানো হবে।’ মন্ত্রী বলেন, ‘হয়তো কথাটা বললে আইনের খেলাপ হবে, তাও এটা আমি বলতে বাধ্য হচ্ছি।’

বিজেপি কী বলছে?

এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিজেপি। তৃণমূলের মন্ত্রীর পেছন থেকে জন সমর্থন সরে যাচ্ছে বলে দাবি করা হয় বিজেপি দলের তরফে। এপ্রসঙ্গে বিজেপির কোচবিহার জেলা সম্পাদক অজয় রায় বলেন, ‘ ওঁর পেছনে জনসমর্থন নেই। এসব হুমকিকে আমরা পাত্তা দিই না।’ উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের এলাকা ভেটাগুড়িকে বিশেষ ভাবে টার্গেট করছে তৃণমূল কংগ্রেস। লোকসভার ভোট এই কেন্দ্র থেকে তৃণমূলের সমর্থন বাড়ানোর ব্যাপারে উদ্যোগী দল।

Ananta Maharaj : নিজের কর্মীকে চড় মেরে বিতর্কে অনন্ত মহারাজ, সমালোচনা তৃণমূলের
সাম্প্রতিক কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। কোচবিহার জেলার একাধিক কর্মসূচিতে গিয়ে ভেটাগুড়ি দখলের ডাক দিয়েছেন রাজ্যের মন্ত্রী। কিছুদিন আগেই তাঁকে বলতে শোনা যায়, ভেটাগুড়ি আমাদের দখল করতেই হবে। তিনি এও বলেন, ‘ ভোটের সময় ওদের কেন্দ্রীয় বাহিনী থাকলেও আমাদের দিনহাটা বাহিনী আছে।’ তবে লোকসভা নির্বাচন যত এগিয়ে আসবে রাজনৈতিক উত্তাপ বিশেষত এই জেলাকে কেন্দ্র করে অনেকটাই বাড়বে বলেই ধারণা রাজনৈতিক মহলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *