World Cup Final : ‘কোনও দেশে এসব বলে না’, ফাইনাল ম্যাচ নিয়ে ফিরহাদের মন্তব্যের চূড়ান্ত সমালোচনা শুভেন্দুর – suvendu adhikari criticises firhad hakim statement on world cup final match


ফাইনালে হারের পর থেকেই ভারতীয় দলের বিরুদ্ধে একের পর এক আক্রমণ উঠে আসছে সামাজিক মাধ্যমে। অন্যদিকে, ফাইনাল ম্যাচ গুজরাটের মোদী স্টেডিয়ামে না করে ইডেন গার্ডেনে করলে ভারতের জেতার সম্ভাবনা থাকতো বলে মন্তব্য করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিমের এই মন্তব্যের পরে শুরু হয় বিতর্ক। এরকম মন্তব্যের তীব্র সমালোচনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কী বললেন শুভেন্দু?

শুভেন্দু এদিন বলেন, ‘ শুনলাম কলকাতায় ছাপ্পা ভোটে জেতা মেয়র বলেছেন মোদী স্টেডিয়ামে খেলাটা না হলেই পারতো। এরকম মন্তব্য কোনও দেশে হয় না।’ সমাজ মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের একাধিক প্রোফাইলে ভারতীয় দলকে নিয়ে কুরুচিকর মন্তব্য ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। তা নিয়েও চূড়ান্ত সমালোচনা করেন শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, ‘যে বাংলাদেশ আমরা সৃষ্টি করেছি, ওরা পটকা ফাটিয়েছে কাল। অস্ট্রেলিয়া জেতার জন্য নয়। ভারত হারার জন্য।’ আমাদের রাজ্যেও অনেকে ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করছেন সোশ্যাল মিডিয়ায়। তা নিয়েও চূড়ান্ত প্রতিবাদ করেন বিজেপি বিধায়ক। তিনি বলেন, ‘এখানে খাবো, এখানে ঘুমাবো, তারপরেও এরকম মন্তব্য। এদের আগে বিচ্ছিন্ন করা দরকার। এদের আগে চিহ্নিত করে, সোশ্যাল মিডিয়া থেকে চিহ্নিত করে গোড়া থেকে তুলে ফেলে দেওয়া দরকার। আমার সীমাবদ্ধ ক্ষমতায় আমি এদের সামনে আনবো।’

কী বলেছিলেন ফিরহাদ?

কলকাতার মেটর মেয়র ফিরহাদ হাকিম এদিন জানান, মোদী স্টেডিয়াম এর মাঠের পিচ ভালো ছিল না। ওই পিচ বোলিং সহায়ক ছিল না। তাঁর কথায়, সামির মতো বোলার, বুমরার মতো বোলার উইকেটে কোনও সাহায্য পায়নি ওই পিচ থেকে। এরপরেই তিনি মন্তব্য করেন, ‘আমার এখন মনে হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলাটা হয়ে। এই খেলাটা যদি ইডেনে হতো, তাহলে অন্তত পিচের সাপোর্টাটা বোলাররা পেত। পিচ হয়েছে এটা?’

Shah Rukh Khan : ‘ম্যাচ হারলেও তোমরাই দেশের গর্ব’, সিরাজ-রোহিতদের জন্য ‘বিরাট’ বার্তা শাহরুখের
ফিরহাদ হাকিমের পাশাপাশি মুখ্যমন্ত্রীকে নিয়েও এদিন কটাক্ষ করেন শুভেন্দু। দুদিন আগেই এক পুজোর অনুষ্ঠান থেকে ভারতীয় দলের জার্সির রং নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় ক্রিকেট দলের প্র্যাকটিস জার্সির রং গেরুয়া হওয়ায় প্রতিবাদ করেন তিনি। রাজনৈতিক অভিসন্ধি থেকে এই কাজ করা হয়েছে বলে বিজেপির বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়েও প্রতিবাদ করেন শুভেন্দু।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *