Income Tax Raid : ক্যামাক স্ট্রিটে ইস্পাত সংস্থায় আইটি তল্লাশি, অফিসারদের ঘিরে বিক্ষোভ – income tax raid on private steel manufacturing firm in cammack street


এই সময়: এক বা দু’জন নয়, বেসরকারি ইস্পাত প্রস্তুতকারক সংস্থার প্রায় ৮০-৯০জন কর্মীর ফোন ২ দিন ধরে নট রিচেবল। ল্যান্ড ফোনেও তাঁদের সঙ্গে যোগাযোগ করতে না পারায়, উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন পরিবারের সদস্যরা। ক্যামাক স্ট্রিটে ওই দপ্তরে আয়কর হানার জেরে আটকে থাকা কর্মীরা বাড়িতেও যোগাযোগ করতে পারেননি। তাঁরাও পরিবারের জন্য একই রকম উৎকণ্ঠায় ছিলেন। শেষ পর্যন্ত সোমবার সকালে ধৈর্য্যের বাধ ভেঙে যায় পরিজনদের। ওই সংস্থার দপ্তরে হাজির হয়ে আয়কর অফিসারদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। শেষে পুলিশকে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিতে হয়।

জানা গিয়েছে, আর্থিক লেনদেনে বেনিয়মের অভিযোগে ক্যামাক স্ট্রিট এলাকার ওই বেসরকারি ইস্পাত প্রস্তুতকারক সংস্থার অফিসে গত শনিবার হানা দেন আয়কর দপ্তরের অফিসারেরা। ওখানকার একটি কমার্শিয়াল কমপ্লেক্সে ওই সংস্থার বেশ কয়েকটি অফিস রয়েছে। অভিযোগ, কয়েকটি ঘর সিল করে দেওয়ার পরে চারতলার একটি অফিসে আটক করে রাখা হয়েছিল কর্মচারীদের। অফিসে ঢোকার পর থেকেই তাঁদের মোবাইল বাজেয়াপ্ত করা হয়।

কর্মীদের বক্তব্য, ‘নিয়ম অনুযায়ী অফিস সিল করা হয়নি।’ সোমবার সকালে তল্লাশি চলাকালীন আয়কর অফিসারদের ঘিরে ধরে রীতিমতো বিক্ষোভ শুরু হয়। কর্মীদের অভিযোগ, প্রায় দু’দিন ধরে তাঁরা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। উল্টোদিকে আত্মীয়-পরিজনেরাও তাঁদের খোঁজ পাননি। আন্দোলনকারীদের অভিযোগ, ‘তল্লাশিতে কোনও আপত্তি নেই। আমাদের জিজ্ঞাসাবাদও করতে পারেন। কিন্তু আটকে রেখে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন কেন করা হবে? কারও বাড়িতে কোনও বিপদ হলে, কী হবে?’

সূত্রের খবর, কর্মীদের মধ্যে বেশ কয়েকজন মহিলাও ছিলেন। ফলে তাঁদের পরিবারের সদস্যরা সব চেয়ে বেশি উদ্বিগ্ন হয়ে ওঠেন। এদিন বিক্ষোভের কথা জানতে পেরে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে যায় শেক্সপিয়ার সরণি থানার পুলিস। তাঁরা আয়কর দপ্তরের আধিকারিকদের সঙ্গেও কথা বলেন। যদিও অফিসারেরা বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করেন, ‘আয়কর তল্লাশিতে জানিয়ে অভিযান হয় না। তল্লাশি যতক্ষণ চলে, ততক্ষণ কেউ ফোন ব্যবহার করতে পারেন না। ফলে কাউকে মোবাইল বা ল্যান্ডফোন ব্যবহার করতে দেওয়া হয়নি।’ রাজ্যের বিভিন্ন জায়গায় একাধিকবার হানা দিলেও, সাম্প্রতিক সময়ে এমন সমস্যায় পড়েননি আয়কর দপ্তর। যদিও এদিনের বিষয়টি পরে মিটেও যায়। জানা গিয়েছে, আয়কর দপ্তরের লোকজন মুম্বই থেকে এসেছিলেন। তাঁরা হানা দেওয়ার আগে স্থানীয় থানায় তল্লাশির বিষয়টি জানিয়েও ছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *