মঙ্গলবার সকাল সকাল পোলবার মহানাদে মদের কারখানায় আয়কর হানা। অ্যালপাইন ডিসটালারাইস প্রাইভেট লিমিটেড নামে এই মদের কারখানায় এদিন ভোরে পাঁচটি গাড়িতে আসেন আয়কর দফতরের আধিকারিররা। তাদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও। তারা সঙ্গে সঙ্গে ঘিরে ফেলে কারখানা। শুরু হয় জোরকদমে তল্লাশি।
আয়কর অভিযানের কারণে কারখানার ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আয়কর হানায় এদিন সকাল থেকে শ্রমিকরা ভিতরে ঢুকতে পারেনি। শ্রমিকরা জানায়, তাদের কাজে যোগ দিতে বারণ করেছে নিরাপত্তারক্ষীরা।
এই কারখানায় পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় তিনশো জন শ্রমিক কাজ করেন। রোজ সকাল সাড়ে আটটা থেকে শুরু হয় কাজ। চলে সন্ধে ছটা পর্যন্ত। কিন্তু এদিন সকালে এসে তারা দেখেন কারখানা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। ভিতরে কী হচ্ছে সেই নিয়ে চলছে জল্পনা। আচমকা কারখানায় আয়কর হানায় চাঞ্চল্য এলাকায়। কারখানার বাইরে ভিড় করে রয়েছেন শ্রমিকেরা। কেন্দ্রীয় সংস্থার এই অভিযানে তাদের রুজি রুটিতে কোনও চান পড়বে কিনা সেই নিয়ে আশঙ্কিত সকলে।গ্রাম পঞ্চায়েত শুভেন্দু দাস বলেন, ‘১০-১২ বছর ধরে কারখানা চলছে এখানে। কখনও এরকম ঘটনা ঘটেনি। ভিতরে কী হচ্ছে এখন বাইরে না বেরলে বলা সম্ভব নয়। তবে কারখানায় অনেক মানুষ কাজ করেন। এখন দেখা যাক কী হয়।’
জানা গিয়েছে, এই কারখানার এক অন্যতম ডিরেক্টর দেবরাজ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি। দিল্লির একটি সংস্থার হাতে রয়েছে এই কারখানার বেশির ভাগ শেয়ার। ওল্ড মঙ্ক ব্যান্ডের রাম মদের বটলিং হয় এখানে। এছাড়াও মদ তৈরীর কাঁচামাল, ইথানল তৈরী হয় এই কারখানায়।