কী জানা যাচ্ছে?
চালচিত্রে হেঁটে বেড়াচ্ছে সাপ। দীর্ঘক্ষণ সেই সাপটি মায়ের মূর্তির চলচিত্রের মধ্যে হেঁটে বেড়ায়। বিষয়টি লক্ষ্য করে অনেকে ভয় পান, অনেকে আবার বিষয়টির সঙ্গে মহাজাগতিক কোনও কারণ রয়েছে বলে মনে করতে থাকেন। পুরো বিষয়টি নিয়ে হইচই পড়ে যায় পাণ্ডুয়ার এক জগদ্ধাত্রী পুজোয়।
কোথায় এমন ঘটনা?
পাণ্ডুয়া স্টেশন বাজার জগদ্ধাত্রী পুজো কমিটি গত ২৩ বছর ধরে জগদ্ধাত্রী পুজো করে আসছে। আজ নবমী পুজোর আরতির সময় হঠাৎ দেখা মিলল সাপের। আর তা নিয়েই হইচই পড়ে যায় পুজো মণ্ডপে। কয়েক ঘণ্টা ধরে জগদ্ধাত্রীর উপর চালচিত্রে বিরাজ করতে থাকে সাপটি। এলাকাবাসীরা মনে করেন, এটা কোনও অলৌকিক ঘটনা। যদিও পুজো কমিটির সদস্যরা সাপটিকে তাড়িয়ে দেননি।
তৃণমূল নেতা অসিত চট্টোপাধ্যায় বলেন, এ এক অলৌকিক ঘটনা। কোনও বছর এরকম ঘটনা ঘটেনি। সবই মায়ের ইচ্ছা। সাপ বাস্তুতন্ত্র এর ভারসাম্য বজায় রাখে। তাই তাকে কোন রকম আঘাত করা হয়নি।
স্থানীয়রা কী বলছেন?
স্থানীয় এক বাসিন্দা জানান, এদিন নবমীর পুজোর সময় হঠাৎ ওই সাপটিকে লক্ষ্য করা যায়। মায়ের মাথার উপরেই ওই সাপটি ছিল। আমরা কেউ ওই সাপটিকে কোনও ভাবে বিরক্ত করিনি। এখানে প্রায় দুই ঘণ্টা ধরে হোম যজ্ঞ, পুজোর আয়োজন করা হয়েছিল। সাপটি কিন্তু ততক্ষণ মায়ের মাথার উপরে চলচিত্রের মধ্যে ওখানেই ছিল। তিনি বলেন, ‘ কারণ বলতে পারব না। তবে এটা কোনও মহাজাগতিক ঘটনা হতেও পারে। না হলে পুজোর মাঝে এরকম আওয়াজ, মানুষের যাতায়াতের মাঝে সাপটি ভয় পেয়ে ওখান থেকে সরে যায়নি। ঠায় ওখানেই ছিল।’
হুগলি জেলার জগদ্ধাত্রী পুজোর সুনাম গোটা বিশ্ব জুড়ে। নবমীর দিনে মায়ের আরাধনায় মেতে উঠেছেন সকলেই। এর মাঝেই এই ঘটনায় হইচই পড়ে যায় গোটা এলাকায়। আশেপাশের এলাকার বাসিন্দারা এই খবর পাওয়ার পর ওই এলাকায় মায়ের দর্শন করতে আসতে থাকেন। পুজোর মাঝে এরকম ঘটনায় অনেকেই অবাক হয়েছে। আবার অনেকের মতে, সাপটি কোনও কারণে ওখানে উঠে গিয়েছিল। এতে মহাজাগতিক ও অলৌকিক ভাবার কিছু নেই।