Jyotipriya Mallick : জেলে আচমকা অসুস্থ জ্যোতিপ্রিয়, ঠাঁই সেই SSKM-এ – jyotipriya mallick fall sick move to sskm hospital


অসুস্থ রাজ্য়ের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক! তাঁকে তড়িঘড়ি নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। রেশন দুর্নীতিকাণ্ডে তাঁকে গ্রেফতার করেছে ED। আদালতের নির্দেশ মোতাবেক তাঁকে প্রেসিডেন্সি সংশোধনাগারে রাখা হয়েছিল। জানা গিয়েছে, মঙ্গলবার সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপরেই তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, সংশোধনাগারে থাকাকালীন মঙ্গলবার অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক। প্রাথমিকভাবে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর তাঁকে জেল হাসপাতালে নিয়ে যান আধিকারিকরা। এরপর তাঁর বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এসএসকেএম হাসপাতালে। তাঁকে পরবর্তীতে কার্ডিয়োলজি এমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, সেখানেই জ্যোতিপ্রিয় মল্লিককে দেখছেন চিকিৎসকরা

যদিও তাঁর শারীরিক অবস্থার কথা এখনও জানা যায়নি। উল্লেখ্য, কালীপুজোর দিন সকালে কাতর আর্জি শোনা গিয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের কণ্ঠে। তিনি বলেছিলেন, ‘আমার শরীর একেবারে ভালো নেই। বাম হাত এবং পা দুটিই পক্ষাঘাতের মতো হয়ে গিয়েছে।’

প্রসঙ্গত, তিনি ডায়াবেটিসের রোগী। এর আগে তিনি এজলাসেই অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তিনি মাটিতে পড়ে যান। এরপর তাঁকে তুলে একটি চেয়ারে বসানো হয়েছিল। ছুটে আসেন বিচারকও। এদিকে জ্যোতিপ্রিয় অসুস্থ হতেই দুই পক্ষের আইনজীবীদের মধ্যে তুঙ্গে ওঠে বচসা। সেই সময় কমান্ড হাসপাতালকে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকে চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করার নির্দেশ দিয়েছিলেন বিচারক।

পাশাপাশি তাঁকে বাড়ির খাবার দেওয়া যাবে, বলা হয় এমনটাও। উল্লেখ্য, রাজ্যে রেশন বণ্টন দুর্নীতির সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের, উঠেছিল এই অভিযোগ। অভিজিৎ দাসের বাড়ি থেকে একটি মেরুন রঙের ডায়েরি উদ্ধার হয়। আর সেখানে ‘বালুদা’ প্রসঙ্গ উল্লেখ রয়েছে বলে আদালতে জানিয়েছিল তদন্তকারী সংস্থা।

Jyotipriya Mallick Update: জন্মদিনে মন্ত্রীর পাতে জেলের ভাত, হাবড়ায় ভবঘুরেদের হোমে উদযাপন পাবদা-কাতলা-দই দিয়ে
ED জানায়, প্রায় ১২ কোটি কালো টাকা সাদা করা হয়। এক্ষেত্রে তিনটি ভুয়ো সংস্থাকে ব্যবহার করা হয়েছিল। শুধু তাই নয়, বাড়ির রাঁধুনির নামেও ভুয়ো কোম্পানি খুলেছিলেন জ্যোতিপ্রিয়, দাবি করেছিল ED।

জেলে কেমন আছেন জ্যোতিপ্রিয় মল্লিক?

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর বাকিবুর রহমানকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাকিবুরকে জেরা করে যে তথ্য পাওয়া গিয়েছিল তার উপর ভিত্তি করে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি সব বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। এরপর গ্রেফতার করা হয়েছিল রাজ্যের মন্ত্রীকে। এরপর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। আপাতত বিষয়টি বিচারাধীন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *