Kolkata Crime News : কলকাতায় দম্পতির রহস্যমৃত্যু! আনন্দপুরের আবাসন থেকে উদ্ধার দেহ, তদন্তে পুলিশ – kolkata police recovered old couples body at anandapur flat


কলকাতায় বৃদ্ধ দম্পতির রহস্যমৃত্যু! আনন্দ্দপুর এলাকা থেকে এক দম্পতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত দম্পতির নাম অমূল্য সমাদ্দার (৭৫) এবং তাঁর স্ত্রী গীতা সমাদ্দার (৬০)। ঘটনায় ঘনিয়েছে রহস্য। স্ত্রীকে হত্যা করে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ

কী জানা যাচ্ছে?

সোমবার রাতে আনন্দপুর এলাকার ‌‌নোনাডাঙায় একটি আবাসন থেকে ওই দম্পত্তির দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে ওই আবাসনের পাঁচ তলা থেকে ঝাঁপ দেন বৃদ্ধ অমূল্য সমাদ্দার। আবাসনের নিচে হঠাৎ জোরে কিছুর শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। এরপরেই আওয়াজ শুনে ছুটে যান স্থানীয়েরা। আবাসনের নিচে ওই বৃদ্ধর রক্তাক্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বিষয়টি তাঁর স্ত্রীকে জানাতে গেলে ফ্ল্যাটে ঢুকে অবাক হয়ে যান স্থানীয়রা। সেখান থেকে উদ্ধার বৃদ্ধের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় স্ত্রী গীতা সমাদ্দারের দেহ। গোটা ঘটনায় হতচকিত হয়ে যান স্থানীয় বাসিন্দারা। এরপর তাঁরাই সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ফ্ল্যাট থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।

পুলিশ কী জানাচ্ছে?

পুলিশের তরফে জানানো হয়েছে, বৃদ্ধের স্ত্রী গীতা সমাদ্দারের দেহে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা জানিয়েছে, গীতা দেবী গত ১০ বছর ধরে অসুস্থ ছিলেন। বিভিন্ন শারীরিক সমস্যা ছিল তাঁর। এরমধ্যে মঙ্গলবার হাসপাতালে ভর্তি হওয়ার কথা ছিল তাঁর। পুলিশ অনুমান করছে, চিকিৎসার খরচ এবং অসুস্থতার কারণেই অমূল্য সমাদ্দার স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন। তবে দম্পতি ফ্ল্যাটে একাই থাকতেন বলে খবর। তাঁদের কোনও পরিজন রয়েছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

Cyber Fraud : ফোনেই কেরামতি, বাগুইআটির বৃদ্ধের ৬ লাখ ‘হাপিস’! পুলিশের জালে ‘ব্যাঙ্ক ম্যানেজার’
স্থানীয়রা আরও জানিয়েছেন, গোটা ঘটনায় তাঁরা হতচকিত। বৃদ্ধ দম্পতির এরকম পরিণতি মেনে নিতে পারছেন না তাঁরা চিকিৎসার খরচ সামলানো এবং আর্থিক দুরাবস্থা তাঁদের এরকম পরিণতির দিকে টেনে নিয়ে গেল বলেই মনে করছেন তাঁরা। তবে গোটা ঘটনার পেছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তদন্ত করে দেখছে পুলিশ।
উল্লেখ্য, কিছুদিন আগেই বাগুইআটি এলাকা থেকেই এক মহিলার কঙ্কাল উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়ায়। বাগুইআটি একটি ফ্ল্যাট থেকে একটি কঙ্কাল উদ্ধার করে পুলিশ। দীর্ঘদিন আগে ওই ফ্ল্যাটে এক নেপালি দম্পতি ভাড়া থাকতো বলে জানা গিয়েছে। পরে ফ্ল্যাট পরিষ্কার করতে যাওয়ার সময় ওই কঙ্কাল উদ্ধার হয়। ঘটনায় একজন গ্রফেটার হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *